দুর্দান্ত সেলফি ও রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo S7e 5G

স্মার্টফোন কোম্পানিগুলি এখন সস্তায় 5G ফোন আনার চেষ্টা করছে। সম্প্রতি কয়েকদিনে Oppo, ZTE এর মত ব্র্যান্ড তাদের নতুন ৫জি ফোন এনেছে। এই তালিকায় এবার সামিল হল Vivo এর নাম। কোম্পানিটি তাদের ঘরেলু মার্কেটে Vivo S7e 5G ফোনটি লঞ্চ করেছে। এই ফোনে আপনি পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর। এছাড়াও ভিভো এস৭ই ৫জি এর অন্যান্য মুখ্য ফিচারগুলি হল ৪,১০০ এমএএইচ ব্যাটারি, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ওয়াটারড্রপ নচ ডিসপ্লে।

Vivo S7e 5G এর দাম

কোম্পানি ভিভো এস৭ই ৫জি এর দাম এখনও জানায়নি। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। এই ফোনটির সেল শুরু হবে আগামী ১১ নভেম্বর, সেইদিনই এই ফোনের দাম জানা যাবে। যদিও ইতিমধ্যেই এর প্রিঅর্ডার শুরু হয়েছে। Vivo S7e 5G ফোনটি মিরর ব্ল্যাক, ফ্যান্টম ব্লু এবং সিলভার কালারে পাওয়া যাবে।

Vivo S7e 5G এর স্পেসিফিকেশন

ভিভো এস৭ই ৫জি ফোনে আছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। এইচডিআর ১০ সাপোর্টের এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯০.১ শতাংশ। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে 5G ডুয়েল মোড সাপোর্ট করবে। আবার স্টোরেজের কথা বললে এতে পাবেন ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমরি (UFS 2.1)।

ফটোগ্রাফির জন্য Vivo S7e 5G ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল (এফ/১.৮৯)। এছাড়াও অন্য দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল ১২০ ডিগ্রী ওয়াইড এঙ্গেল ক্যামেরা (এফ/২.২) ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা (এফ/২.৪)। এতে ১০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.০)।

এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ফ্যানটাচ ওএস ১০.৫ সিস্টেমে চলে। এতে ৪,১০০ এমএএইচ ব্যাটারি আছে। যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।