10 হাজার টাকার কমে 256GB মেমোরি সহ নতুন ফোন আনছে Realme

রিয়েলমি লো-বাজেট রেঞ্জ অর্থাৎ 10,000 টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে।

আগামীকাল অর্থাৎ 2রা এপ্রিল Realme ভারতের বাজারে Realme 12x 5G নামের একটি নতুন স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। যা সম্ভবত 12,000 টাকা মূল্যে এদেশে বিক্রি হবে। তবে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনের পাশাপাশি সংস্থাটি আরেকটি হ্যান্ডসেটের উপরও কাজ করছে, যার দাম থাকবে 10,000 টাকা। আসন্ন এই ডিভাইসের কয়েকটি ফিচার হালফিলে সামনে এসেছে। কিন্তু দাম বা বিশেষত্ব ফাঁস হলেও, ফোনটির নাম নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

এই রিপোর্ট অনুসারে, রিয়েলমি লো-বাজেট রেঞ্জ অর্থাৎ 10,000 টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। যার নাম এখনও জানা যায়নি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটিতে 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। আবার এতে 6 জিবি র‍্যাম এবং 256 জিবি বিল্ট-ইন মেমরি পাওয়া যাবে।

দুর্ভাগ্যবশত এই রহস্যময় ফোনটির ফিচার সম্পর্কে আর কিছুই জানা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে, লঞ্চ পরবর্তী সময়ে রিয়েলমি ব্র্যান্ডের এই হ্যান্ডসেট রেডমি (Redmi), পোকো (Poco), আইটেল (itel), টেকনো (Tecno) এবং ইনফিনিক্স (Infinix) সংস্থা দ্বারা লঞ্চ করা এই সেগমেন্টের ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রসঙ্গত আগামী 4ঠা এপ্রিল ভিয়েতনামে Realme C65 নামের একটি নয়া 4G স্মার্টফোন উন্মোচন করা হবে। এটি লো-বাজেট সেগমেন্টের অধীনে আসবে। সম্ভাবনা আছে এই একই ফোন ভারতেও লঞ্চ হবে। অর্থাৎ যে 10,000 টাকার রহস্যময় 4G ফোনের ব্যাপারে এতক্ষন আলোচনা করা হচ্ছিলো তা Realme C65 হতে পারে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, হালফিলে আসন্ন Realme C65 স্মার্টফোনের একাধিক ফিচার অনলাইনে ফাঁস হয়। দাবি করা হয়েছে, ডিভাইসটি 6.67-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে সহ আসবে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। এতে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম থাকবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য 8-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + একটি ফ্লিকার সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হবে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে 45 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। ডিভাইসটি – সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি 3.5 মিমি অডিও জ্যাক এবং IP54-রেটেড চ্যাসিস অফার করবে বলেও জানা গেছে। এছাড়া Realme C65 স্মার্টফোন 7.64 মিমি পুরু হবে এবং এর ওজন হবে 185 গ্রাম।