মিড-রেঞ্জে পাওয়ারফুল প্রিমিয়াম প্রসেসর! ফোনের সংজ্ঞা পুরো বদলে দেবে Poco F6

সম্প্রতি Poco F6 নিয়ে নানা রিপোর্ট সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই স্মার্টফোনটির কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, যা পূর্বসূরি Poco F5-এর তুলনায় একাধিক ক্ষেত্রে আপগ্রেডের ইঙ্গিত করছে। আর এখন ফোনটির ব্যাপারে এমন কিছু তথ্য সামনে এসেছে, যা অনুরাগীদের উত্তেজনা বাড়িয়ে দ্বিগুণ করেছে। সূত্রের দাবি, Poco F6 মডেলে পাওয়ারফুল Qualcomm SM8635 প্রসেসর ব্যবহার করা হবে।

Poco F6 আসছে পাওয়ারফুল প্রসেসরের সঙ্গে

পোকো এফ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা মূলত SM8475-এর একটি রিফারবিশড ভার্সন, যেটি হল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১। উন্নততর গেমিং অভিজ্ঞতা এবং উন্নত ইমেজিং ক্ষমতা প্রদানের জন্য প্রশংসিত, SM8475 ইউজারদের মুগ্ধ করেছে। জিএসএমচায়না-এর রিপোর্ট অনুযায়ী, কোম্পানি পোকো এফ৬-এ অঘোষিত SM8635 প্রসেসরকে অন্তর্ভুক্ত করে আরও এক ধাপ এগিয়ে যাবে। SM8635 চিপটি আনুষ্ঠানিকভাবে ১৮ মার্চ উন্মোচিত হতে পারে। আর পোকো এফ৬ সিরিজ এপ্রিলে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

আইএমইআই (IMEI) ডেটাবেসে পোকো এফ৬ ফোনটির গ্লোবাল ভার্সন “24069PC21G” মডেল নম্বর এবং ভারতীয় সংস্করণ “24069PC21” মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে৷ পোকো এফ৬ জাপান বাদে বিশ্বের একাধিক দেশে আসবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য,, “24069RA21C” মডেল নম্বর সহ রেডমি নোট ১৩ টার্বো ফোনটি পোকো এফ৬-এর লঞ্চের আগে চীনে লঞ্চ হবে। আর পোকো ফোনটি রেডমি নোট ১৩ টার্বো-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে অনুমান করা হচ্ছে।

যদিও, এপ্রিল মাসে Poco F6 আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে শোনা যাচ্ছে। তবে মনে রাখতে হবে এই লঞ্চের তারিখগুলি অফিসিয়াল তথ্য নয়, একাংশের অনুমান মাত্র। চলতি মাসে Redmi Note 13 Turbo আত্মপ্রকাশ করে Poco F6 লঞ্চের পথ প্রশস্ত করবে বলেই অনুমান।