দাম থেকে স্পেসিফিকেশন সব ফাঁস, iQOO Z7 Pro 5G কী কী চমক অফার করবে দেখুন

iQOO Z7 সিরিজ গত মার্চ মাসে বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড iQOO Z7 5G এবং Z7x 5G মডেল দুটি বাজারে পা রাখে। আবার মে মাসে iQOO Z7s 5G নামে Z7 সিরিজের আরেকটি হ্যান্ডসেট মুক্তি পেয়েছে। আগামী ৩১ আগস্ট সংস্থা iQOO Z7 Pro ভারতে আনতে চলেছে। তার আগেই এখন এক টিপস্টারের সৌজন্যে ডিভাইসটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার অনলাইনে ফাঁস হয়েছে।

iQOO Z7 Pro 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার ফাঁস

সুপরিচিত টিপস্টার অভিষেক যাদব এক্স (টুইটার)-এ নতুন আইকো জেড৭ প্রো ৫জি-এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শেয়ার করেছেন। টুইটে তিনি লিখেছেন, এই হ্যান্ডসেটটি গত মে মাসে চীনে লঞ্চ করা ভিভো এস১৭ই মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। অনুরূপ স্পেসিফিকেশন বিবেচনা করে তার এই বক্তব্যটি সত্য বলে মনে হচ্ছে। iQOO Z7 Pro 5G-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেস ব্যবহৃত হবে। আইকো জেড৭ প্রো ৫জি এয আনটুটু (AnTuTu) লিস্টিং অধুযায়ী, ফোনটির ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের এক ভ্যারিয়েন্ট বাজারে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির প্রসঙ্গে আসলে, আইকো জেড৭ প্রো ৫জি-এর ব্যাক প্যানেলে সম্ভবত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।

এছাড়া, iQOO Z7 Pro 5G-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬, অ্যান্ড্রয়েড ১৩ এবং নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আইকো কবে এই ডিভাইসটি প্রকাশ করার পরিকল্পনা করছে, তা স্পষ্ট নয়। তবে এটি ভারতে ৩০,০০০ টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হতে পারে, যা একে হাই-মিড-রেঞ্জ মডেল করে তুলবে।