চোখের পলকে চার্জ হবে ফোন, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে আসছে OnePlus Nord 3

ওয়ানপ্লাস তাদের জনপ্রিয় Nord সিরিজের অধীনে OnePlus Nord 3 স্মার্টফোনটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই বহুল প্রত্যাশিত হ্যান্ডসেটটির সম্পর্কে বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আবার চলতি মাসের শুরুর দিকে, Nord 3-কে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং টিডিআরএ (TDRA)-এর মতো একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন এই ডিভাইসটি টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এর শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়েছে। সার্টিফিকেশন তালিকাটি OnePlus Nord সম্পর্কে আর কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন জেনে নেওয়া যাক।

OnePlus Nord 3-কে দেখা গেল TKDN সার্টিফিকেশন সাইটে

CPH2493 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস নর্ড ৩ টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকায় উল্লেখ করা হয়েছে যে, ডিভাইসটি এন১, এন৩, এন৫, এন৪০ এবং এন৪৮-এর মতো বিভিন্ন ৫জি ব্যান্ড সাপোর্ট করবে। যদিও, টিকেডিএন ডেটাবেস থেকে ফোনটির সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই বেশ কিছু রিপোর্টের মাধ্যমে নর্ড ৩-এর কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

মনে করা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনটি গত মাসে চীনে আত্মপ্রকাশ করা ওয়ানপ্লাস এস ২ভি-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আসবে। অর্থাৎ, এতে লম্বা ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ (OxygenOS 13.1) ইউজার ইন্টারফেসে চলবে।

আবার ফটোগ্রাফির জন্য, OnePlus Nord 3-এ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে সম্ভবত একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 3 বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।