মাত্র ৫৯৯৯ টাকা থেকে Samsung, iQOO, Tecno, Itel এর স্মার্টফোন, দেখে নিন Amazon Prime Day সেলের টপ ডিল

Amazon Prime Day সেলে স্মার্টফোনের উপর সেরা কয়েকটি ডিল দেখে নিন

আজ থেকে শুরু হল Amazon Prime Day Sale। এই সেলটি আগামীকাল অর্থাৎ ১৬ই জুলাই পর্যন্ত চলবে। আর এখানে Samsung, iQOO, Itel, Tecno ইত্যাদি ব্র্যান্ডের বিভিন্ন দামের স্মার্টফোনকে বড়সড় ডিসকাউন্টের সাথে বিক্রি করা হবে। শুধু তাই নয়, ব্যাঙ্ক কার্ড অফার, ট্রেড-ইন ডিল, নো-কোস্ট ইএমআই বিকল্পের সুবিধাও উপলব্ধ থাকছে। তাই আপনি যদি নিজের পুরোনো মোবাইলে আপগ্রেড করে একটি নয়া স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে এটাই সবথেকে সেরা সময়! কেননা এমন সাশ্রয়ী ডিল কিন্তু বছরভর পাবেন না। তাই চলুন আর দেরি না করে Amazon Prime Day সেলের সেরা কয়েকটি ডিল দেখে নেওয়া যাক।

Amazon Prime Day Sale-এ স্মার্টফোনের উপর অফার

১. Samsung Galaxy M14 :

সদ্য লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এম১৪ স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯০ টাকা। কিন্তু অ্যামাজন সেল চলাকালীন এটিকে ফ্লাট ১৯% ছাড়ের সাথে ১২,৪৯০ টাকায় বিক্রি করা হবে। ডিসকাউন্টের পাশাপাশি আলোচ্য মডেলের সাথে আপনি এক্সচেঞ্জ বোনাস এবং নানাবিধ ব্যাঙ্ক কার্ড অফারও পাবেন। ফিচারের কথা বললে, এম-সিরিজের এই স্মার্টফোনে ৬.৬-ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

২. iQOO Neo 7 :

গেমারদের জন্য একটি আদর্শ হ্যান্ডসেট হল আইকো নিও ৭। কেননা ডিভাইসটি – ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৮-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারির সাথে এসেছে। আলোচ্য ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের আসল দাম ২৭,৯৯৯ টাকা। কিন্তু এটিকে সেলে ডিসকাউন্ট সহ ২৬,০৪৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে।

৩. Itel P40 :

একটি নয়া স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাজেট যদি খুবই কম হয়, তবে আইটেল পি৪০ বেছে নিতে পারেন। এই এন্ট্রি-লেভেল মডেলটিকে ৭,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু দু’দিন ব্যাপী অ্যামাজন প্রাইম ডে সেলে এই ফোনটি ২,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই দাম ফোনটির ২ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের। এতে – ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল, ১৩ মেগাপিক্সেলের AI ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।

৪. Tecno Phantom X2 :

টেকনো তাদের প্রিমিয়াম স্মার্টফোন ফ্যান্টম এক্স২ -কে ৫১,৯৯৯ টাকা মূল্যে ঘোষণা করেছিল। কিন্তু আজ থেকে শুরু করে আগামীকাল রাত ১২টা পর্যন্ত এই ডিভাইসকে আপনি ৩৫,৪৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন। বিশেষত্বের কথা বললে, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। এই ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত। এছাড়া OIS সমর্থিত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,১৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিও বিদ্যমান থাকছে।

৫. iQOO 9 Pro :

আইকো ৯ প্রো হল একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা একাধিক দুর্দান্ত বৈশিষ্ট্যগুলি অফার করে৷ এতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭৮-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে৷ আর এই প্রত্যেকটি ফিচার ব্যবহারের অভিজ্ঞতা আপনি মাত্র ৪৩,০৪০ টাকা খরচ করে পেয়ে যাবেন।