Realme 10T 5G খুব জলদিই লঞ্চ হতে চলেছে, কেমন স্পেসিফিকেশন থাকবে দেখুন

রিয়েলমি (Realme) চীনে প্রিমিয়াম GT Neo 5 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এটি বিশ্বের দ্রুততম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, বহু রঙের এলইডি স্ট্রিপ এবং একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্যের সাথে বাজারে আসতে চলেছে। আবার সংস্থার তরফে Realme 10T 5G নামে একটি নতুন মিড-রেঞ্জ ফোন যবিশ্ববাজারে লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গেছে। যাকে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) এবং ভারতের বিআইএস (BIS)-এর মতো সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। এটি Realme 9i এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। আসুন এই নতুন রিয়েলমি ফোনটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Realme 10T 5G পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

RMX3612 মডেল নম্বর সহ একটি নতুন রিয়েলমি স্মার্টফোন থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। ডিভাইসটির এনবিটিসি তালিকাটি নিশ্চিত করেছে যে, এটি রিয়েলমি ১০টি ৫জি হিসাবে বাজারজাত করা হবে। যদিও উভয় সার্টিফিকেশন সাইটের তালিকায় এর কোনও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে এগুলি অবশ্যই নয়া রিয়েলমি ফোনটির শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দেয়।

আকর্ষণীয় বিষয়টি হল, রিয়েলমি ১০টি ৫জি-এর মডেল নম্বরটি (RMX3612) গত বছর আগস্ট মাসে লঞ্চ হওয়া রিয়েলমি ৯আই ৫জি-এর মতোই। এই ফোনটি ইতিমধ্যেই ভারত সহ বেশ কয়েকটি দেশে উপলব্ধ। সুতরাং, ১০টি ৫জি সম্ভবত রিয়েলমি ৯আই ৫জি-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

Realme 9i 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমি ৯আই ৫জি-তে ফুল-এইচডি+ রেজোলিউশন এবং একটি ওয়াটারড্রপ নচ সহ ৬.৬ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে। এই ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা চালিত, যা একটি মাইক্রোএসডি কার্ড স্লটের সমর্থন সহ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।

Realme 9i 5G-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, 9i 5G-তে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে। এছাড়া, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) ইউজার ইন্টারফেসে রান করে।