সাধ্যের মধ্যে 108MP ক্যামেরা সহ 67W চার্জিং সিস্টেম, লঞ্চের আগেই নতুন OnePlus ফোনের সমস্ত ফিচার্স ফাঁস

ওয়ানপ্লাস সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা আগামী ৪ এপ্রিল ভারতে OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ করবে৷ ওই দিন স্মার্টফোনটির সঙ্গে OnePlus Nord Buds 2 ইয়ারবাডসও লঞ্চ করবে তারা ৷ সংস্থার অন্যান্য প্রোডাক্টের মতো অ্যামাজনে এক্সক্লুসিভলি বিক্রি হবে। Nord CE 3 Lite 5G সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA), থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) এবং সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। আবার গিকবেঞ্চ (GeekBench) থেকে ফোনটির প্রসেসর সম্পর্কেও জানা গিয়েছে। নির্ধারিত লঞ্চ ইভেন্টের আগে এবার একটি সূত্র থেকে Nord CE 3 Lite 5G-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছেন।

OnePlus Nord CE 3 Lite 5G-এর স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে

টিপস্টার সুধাংশু আম্ভোরে টুইটারে একটি ছবি শেয়ার করেছেন, যা থেকে জানা যাচ্ছে যে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি চীনে নির্মিত হবে। এতে ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ এলসিডি ডিসপ্লে থাকবে। এর আগে, জানা গিয়েছিল যে নর্ড সিই ৩ লাইট ৫জি-তে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।

এছাড়াও জানা গেছে যে, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ৬ ন্যানোমিটার (6nm) প্রক্রিয়ায় নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর দ্বারা চালিত হবে। গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, এটি সিঙ্গেল-কোর টেস্টে ৬৮৮ পয়েন্ট এবং মাল্টি-স্কোর টেস্টে ১,৭৯৬ পয়েন্ট অর্জন করেছে। সঙ্গে অন্তত ৮ জিবি র‍্যামে থাকবে। বেস ভ্যারিয়েন্টে থাকবে ১২৮ জিবি স্টোরেজ। ওয়ানপ্লাস প্রতিযোগিতামূলক মূল্য ফোনটিকে বাজারে আনার জন্য ৬ জিবি র‍্যাম ভার্সনও লঞ্চ করতে পারে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) ইউজার ইন্টারফেসে চলবে।

ফটোগ্রাফির জন্য, নর্ড সিই ৩ লাইট ৫জি-এ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে এফ/১.৮ অ্যাপারচার মান সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করবে। আর প্রধান ক্যামেরার সাথে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স যুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে পাঞ্চ-হোলের ভিতরে এফ/২.৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord CE 3 Lite 5G-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। ব্ল্যাক এবং লাইম গ্রিন-এই দুটি কালার অপশন পাওয়া যাবে। ল্যান্ডিং পেজের মাধ্যমে স্মার্টফোনের রিয়ার প্যানেলের ডিজাইনও প্রকাশ করা হয়েছে।

কানেক্টিভিটির জন্য, এতে ব্লুটুথ ৫.১, ওয়াই-ফাই ৮০২.১১, ইউএসবি টাইপ-সি পোর্ট, জিপিএস, এনএফসি, ডুয়েল সিম সাপোর্ট এবং ৫জি সংযোগ থাকবে। মাইক্রো-এসডি কার্ড স্লট ব্যবহার করে এই ফোনের স্টোরেজও বাড়ানো যাবে। ওয়ানপ্লাস তাদের নতুন Nord CE 3 Lite-এর সাথে চার্জার এবং একটি টিপিইউ (TPU) কেস সরবরাহ করবে।