Petrol Subsidy: রেশন কার্ড থাকলে পেট্রোলে 25 টাকা ভর্তুকি, কোথায়?

প্রতিশ্রুতি পূরণ করল ঝাড়খন্ড সরকার। সে রাজ্যের মন্ত্রীসভার অনুমোদন পেল পেট্রোল ইনসেন্টিভ স্কিম। যে আর্থিক উৎসাহ ভাতা প্রকল্পের অধীনে মাসে ১০ লিটার পেট্রোল পর্যন্ত মিলবে ২৫ টাকা ভর্তুকি। যাদের রেশন কার্ড রয়েছে তারা এই সুবিধা নিতে পারবেন। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস থেকে স্কিমটি ঝাড়খন্ডে আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে।

হেমন্ত সোরেন শাসিত ঝাড়খন্ডের ক্যাবিনেট আপডকালীন ফান্ড থেকে ১০০.৩৯ কোটি টাকা মঞ্জুর করেছে। এবং চলতি অর্থবর্ষ থেকে প্রতি বছর এই প্রকল্পের সৌজন্যে সরকারের মাথায় ৯০১.৮৬ কোটি টাকা খরচ চাপবে। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, রেশন কার্ডধারী টু-হুইলার ব্যবহারকারীদের সরকার প্রতি মাসে ১০ লিটার তেল পর্যন্ত ২৫ টাকা ভর্তুকি সরবরাহ করবে।

প্রসঙ্গত, গত দীপাবলির ঠিক মুখে দেশজুড়ে পেট্রল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। তারপরেই বিজেপি ও বিরোধী -শাসিত বিভিন্ন রাজ্য কর কমিয়ে পেট্রল-ডিজেলের দাম কমানোর পথে হেঁটেছে। তবে রাজ্য সরকার কর্তৃক পেট্রোলে ভর্তুকি দেওয়ার উদ্যোগ এই প্রথম।

এদিকে আড়াই মাসের বেশি সময় ধরে ভারতে স্থিতিশীল পেট্রোলের দাম। গতকাল আর্ন্তজাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ৮৯ ডলার ছুঁলেও এ দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত। এবং তার কৃতিত্বের পুরোটাই পঞ্জাব এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে দিচ্ছে সংশ্লিষ্ট মহল।