Infinix Zero X Pro: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও পেরিস্কোপ জুম লেন্স সহ আসছে সেরা মিড রেঞ্জ ফোন

Infinix Zero X Pro নিয়ে চর্চা অব্যাহত! গত সপ্তাহে ইউটিউবার, Tech Arena24 এই ফোনটির মুখ্য স্পেসিফিকেশন ফাঁস করেছিলেন। ফোনটির ডিসপ্লে, স্টোরেজ প্রভৃতি তথ্য সামনে এসেছিল। এখন ইউটিউবারটি Infinix Zero X Pro ফোনের ছবিও তার চ্যানেলে আপলোড করেছেন। পাশাপাশি জানা গেছে এই ফোনে OIS সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Infinix Zero X Pro ফোনের ডিজাইন

Tech Arena24 আসন্ন ইনফিনিক্স জিরো এক্স প্রো ফোনের যে ছবি ফাঁস করেছেন, তাতে দেখা গেছে ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন সহ আসবে। এর কাট আউট ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর থাকবে। আবার ইনফিনিক্স জিরো এক্স প্রো পিছনে গরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য থাকবে কোয়াড এলইডি সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে OIS সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল সেন্সর। আবার বর্গাকার ক্যামেরা সেটআপের মধ্যে একটি পেরিস্কোপ জুম লেন্স পাওয়া যাবে বলে ইউটিউবার জানিয়েছেন।

Infinix Zero X Pro এর স্পেসিফিকেশন ( সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স জিরো এক্স প্রো ফোনে ৬.৭ ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে ফুল-এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসবে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হবে। ইনফিনিক্স জিরো এক্স প্রো ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

Infinix Zero X Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আল্ট্রা ওয়াইড লেন্স ও ৬০ এক্স ডিজিটাল জুম সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Infinix Zero X Pro অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এক্সওএস ৭.৬ ইউজার ইন্টারফেস সহ আসবে। এই ফোনে থাকতে পারে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন