Redmi A3x: আদআদমির জন্য রেডমির বড় চমক, এপ্রিলেই ভারতে আসছে এ3এক্স ফোন

শাওমি (Xiaomi) তাদের রেডমি ব্র্যান্ডের অধীনে Redmi A3x নামে একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। একটি প্রতিবেদনে এই নতুন মডেলটি ভারতে আসছে বলেও নিশ্চিত করা হয়েছে। যদিও এখনও ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে সেভাবে কিছু জানা যায়নি, তবে এতে Redmi A3-এর মতো বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা হচ্ছে। বাজেট রেঞ্জের Redmi A-সিরিজের ফোনগুলি মূলত যোগাযোগের মতো সাধারণ প্রয়োজনের জন্য ডিজাইন করা হয়। আর মূল ফোকাস কলিং, মেসেজিং এবং স্বাভাবিক ইন্টারনেট ব্যবহারের ওপর থাকে।

Redmi A3x এপ্রিলেই আসছে এদেশের বাজারে

লেটেস্ট রেডমি এ3-তে রেডমি এ2-এর মতোই স্পেসিফিকেশন রয়েছে। এই স্মার্টফোনগুলি এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যারা শুধুমাত্র কল এবং টেক্সট মেসেজের জন্য ফোন ব্যবহার করে থাকেন। রেডমি এ-সিরিজটি কোনও হাই-এন্ড স্মার্টফোন লাইনআপ নয়, ফোকাস থাকে দৈনন্দিন ব্যবহারের ওপর।

চীনা ব্র্যান্ডটি এবার এই সিরিজের অধীনে রেডমি এ3এক্স নামে একটি নতুন মডেল শীঘ্রই লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই জানা গেছে যে, Redmi A3x “24048RN6CG” এবং “24048RN6CI” মডেল নম্বরগুলি বহন করে৷ মডেল নম্বরের শুরুতে থাকা “2404” সংখ্যাগুলি চলতি এপ্রিল মাসের দিকে নির্দেশ করছে। অর্থাৎ এই স্মার্টফোনটি এমাসেই উন্মোচন করা হতে পারে।

এছাড়াও, মডেল নম্বরের শেষে “G” এবং “I” অক্ষরগুলি সেই অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করে, যেখানে বিক্রি করা হবে৷ Redmi A3x আনুষ্ঠানিকভাবে গ্লোবাল মার্কেটে ও ভারতীয় বাজারে পাওয়া যাবে। যদিও, Redmi A3x অরিজিনাল Redmi A3-এর মতো একই রকম ফিচার্স অফার করবে বলে আশা করা যায়।