দাম কমলো কয়েকমাস আগে লঞ্চ হওয়া Realme X7 5G এর, সীমিত সময়ের অফার

ফেব্রুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Realme X7 5G। ফোনটির দাম শুরু হয়েছে ২০,০০০ টাকা থেকে। তবে আপনি এখন ১,০০০ টাকা সস্তায় ফোনটি কিনতে পারবেন। যদিও এটি সীমিত সময়ের অফার। তাই ভবিষ্যতের কথা ভেবে আপনি যদি সস্তায় কোনো 5G সাপোর্ট যুক্ত স্মার্টফোন খোঁজ করে থাকেন, তাহলে রিয়েলমি এক্স৭ ৫জি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই ফোনের মুখ্য ফিচারের মধ্যে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ইউ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাঞ্চ হোল ডিসপ্লে ও ৪,৩১০ এমএএইচ ব্যাটারি।

Realme X7 5G এর দাম ও অফার

রিয়েলমি এক্স৭ ৫জি ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। যেগুলি হবে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ১৯,৯৯৯ টাকা, ও ২১,৯৯৯ টাকা।

তবে ই-কমার্স সাইট Flipkart এই ফোনের দুটি স্টোরেজের ওপর ১,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এরজন্য আপনাকে কোনো ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তাহলেই এই ছাড় পাওয়া যাবে। যদিও কতদিন এই অফার পাওয়া যাবে তা ফ্লিপকার্ট জানায়নি।

Realme X7 5G এর স্পেসিফিকেশন

রিয়েলমি এক্স৭ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ইউ প্রসেসর সহ এসেছে। সাথে আছে মালি জি৫৭ জিপিইউ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৪,৩১০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৫০ ওয়াট সুপারডার্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই ১.০ সিস্টেমে চলে। সিকিউরিটির জন্য এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Realme X7 5G ফোনের সামনে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। আবার পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন