Tecno Spark 9 Pro লঞ্চ হল ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে, রয়েছে আরও অনেক নজরকাড়া ফিচার

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো আজ আফ্রিকার মার্কেটের লঞ্চ করল তাদের Spark সিরিজের লেটেস্ট হ্যান্ডসেট Tecno Spark 9 Pro। নতুন ডিভাইসটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিসপ্লের সাথে এসেছে। আবার এতে MediaTek Helio G85 অক্টা-কোর চিপসেট, ৪ জিবি র‍্যাম, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷ চলুন নয়া Tecno Spark 9 Pro-এর দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

টেকনো স্পার্ক ৯ প্রো-এর মূল্য এবং লভ্যতা (Tecno Spark 9 Pro Price and Availability)

সংস্থা এখনও টেকনো স্পার্ক ৯ প্রো-এর দামের বিবরণ শেয়ার করেনি। তবে হ্যান্ডসেটটি প্রাথমিকভাবে আফ্রিকাতে বুরানো ব্লু, হোলি হোয়াইট, হ্যাকার স্টর্ম কোয়ান্টাম ব্ল্যাক- এর মত আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে। এই ফোনটি কবে আফ্রিকার বাইরের মার্কেটে লঞ্চ হবে সে সম্পর্কেও টেকনো এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জানিয়ে রাখি, টেকনো স্পার্ক ৯ প্রো-এর পূর্বসূরি স্পার্ক ৮ প্রো গত বছর ডিসেম্বরে ভারতের বাজারে লঞ্চ হয়, যার ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১০,৫৯৯ টাকা।

টেকনো স্পার্ক ৯ প্রো-এর স্পেসিফিকেশন (Tecno Spark 9 Pro Specifications)

নতুন টেকনো স্পার্ক ৯ প্রো ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪৬০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এই হ্যান্ডসেটটি মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৫২ (Mali-G52) জিপিইউ যুক্ত রয়েছে। টেকনো স্পার্ক ৯ প্রো সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ৮.৬ (HiOS 8.6) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark 9 Pro-এ অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ইন-ডেপ্থ সেন্সর এবং একটি এআই লেন্স উপস্থিত রয়েছে। এই রিয়ার ক্যামেরা ইউনিটটি সুপার নাইট মোড ৩.০ এবং ফেস বিউটি (৫.০) মোডের মতো একাধিক ক্যামেরা মোড অফার করে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Spark 9 Pro-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই টেকনো ফোনটি ৮.৪২ মিলিমিটার পুরু।