স্টক নিয়ে সমস্যা, ভারতে বিক্রি বন্ধ হল Mi 11 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনের

ভারতে Mi 11 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিক্রি বন্ধ করলো Xiaomi। গত এপ্রিলে ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল। যদিও লকডাউন এবং স্টক না থাকার কারণে এর সেল শুরু হয় ৭ জুলাই। তবে এরপরও প্রায়শই কোম্পানির ওয়েবসাইটে ফোনটি ‘আউট অফ স্টক’ দেখা যাচ্ছিল। অবশেষে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, Mi 11 Ultra ভারতে পথচলার সফর বন্ধ করছে এবং আর কোনোদিন ফোনটি এদেশে পাওয়া যাবে না।

ইন্ডিয়া টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে শাওমির এক মুখপাত্র জানিয়েছেন, লঞ্চের পর থেকেই এমআই ১১ আল্ট্রা-র স্টক নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। তাই তারা ফোনটি আর বিক্রি করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। যদিও সংস্থাটি প্রিমিয়াম সেগমেন্টের উপর আরো জোর বাড়াবে এবং আগামী বছরে নতুন একটি ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ করবে।

Mi 11 Ultra এর দাম ও স্পেসিফিকেশন

এমআই ১১ আল্ট্রা এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৬৯,৯৯৯ টাকা। ফোনটি দুটি কালারে এসেছিল- সিরেমিক ব্ল্যাক, সিরেমিক হোয়াইট।

সুপারফোন আখ্যা পাওয়া এমআই ১১ আল্ট্রা এসেছে ৬.৮১ ইঞ্চি WQHD+ (৩২০০ x ১৪৪০ পিক্সেল) E4 AMOLED ডিসপ্লের সাথে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৭০০ নিটস ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নি গরিলা গ্লাস ভিক্টাস। আবার ডিভাইসটির ব্যাক প্যানেলে রয়েছে ১.১ ইঞ্চি অ্যামোলেড সেকেন্ডারি ডিসপ্লে।

ফটোগ্রাফির জন্য Mi 11 Ultra ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল Samsung GN2 ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৯৫) ও দুটো ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 আল্ট্রা ওয়াইড ও টেলিফটো লেন্স। ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরায় ৫x অপটিক্যাল জুম ও ১২০এক্স পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Mi 11 Ultra ফোনে আছে এড্রনো ৬৬০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, যা দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার দাবি রাখে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৬৭ ওয়াট ওয়্যারড ও ওয়্যারলেস চর্জিং সাপোর্টযুক্ত ৫০০০ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ এক কথায় বলতে গেলে ফোনটি সমস্ত ‘সেরা ও অত্যাধুনিক’ ফিচার সহ এসেছে।