Ola Electric লগ্নিকারীদের কাছ থেকে 1490 কোটি টাকা পুঁজি সংগ্রহ করল, বাজারমূল্য দাঁড়াল 37 হাজার কোটি

শেয়ার মার্কেটে আত্মপ্রকাশের আগে লগ্নিকারীদের কাছ থেকে আরও অর্থ সংগ্রহ করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। দু’চাকার বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, লেটেস্ট ফান্ডিংয়ের পর তাদের বাজারমূল্য ৫ বিলিয়ন ডলার স্পর্শ করেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান।

টেকনে প্রাইভেট ভেঞ্চার্স (Tekne Private Ventures), আলপার অপরচুনিটি ফান্ড (Alpine Oppurtunity Fund), এডেলউইস (Edelweiss), এবং অন্যান্যরা ওলা ইলেকট্রিকে ২০০ মিলিয়ন ডলার ঢেলেছে, টাকার অঙ্কে যা ১,৪৯০ কোটির সমান। এই প্রসঙ্গে ওলা ইলেকট্রিক-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল বলেন, “ওলা ইলেকট্রিক ভারতের ইভি বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে এবং সমগ্র বিশ্বের জন্য ভারত থেকে অত্যাধুনিক উৎপাদন চালাচ্ছে।

তাঁর সংযোজন, ” Ola S1-এর হাত ধরে আমরা সম্পূর্ণ স্কুটার শিল্পে আলোড়ন ফেলেছি এবং বাইকের পাশাপাশি কার সেগমেন্টেও উদ্ভাবনী পণ্য নিয়ে আসার লক্ষ্য রেখেছি। আমি বিনিয়োগকারীদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে ইভি রেভোলিউশন ভারতে থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে মুখিয়ে আছি।”

ওলার ফিউচার ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। যা বর্তমানে বিশ্বের বৃহত্তম ই-স্কুটার কারখানা। সেখানে ১০,০০০-এর উপরে মহিলা কর্মরত। এর ফলে ওলার ফিউচার ফ্যাক্টরি বিশ্বের বৃহত্তম মহিলা পরিচালিত কারখানার স্বীকৃতি পেয়েছে।