Just Corseca নয়েজ ক্যান্সেলিং ও 25 ঘন্টার ব্যাটারি লাইফে-সহ ভারতে Solitaire ও Superflexx নেকব্যান্ড লঞ্চ করল

স্পেনের সংস্থা Just Corseca (জাস্ট কর্সেকা) তাদের নতুন দুটি ব্লুটুথ নেকব্যান্ড ভারতে লঞ্চ করল। এগুলি হল Just Corseca Solitaire এবং Just Corseca Superflexx। হালকা ওজনের এই নেকব্যান্ড দুটি ৩৬০ ফ্লেক্সিবল ডিজাইনের সাথে এসেছে। এগুলিতে থাকবে মাইক্রো এসডি কার্ড স্লট, নয়েজ ক্যান্সেলেশন ফিচার সহ একাধিক উন্নততর টেকনোলজি । চলুন দেখে নেওয়া যাক Just Corseca Solitaire এবং Just Corseca Superflexx ব্লুটুথ নেকব্যান্ডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Just Corseca Solitaire এবং Just Corseca Superflexx ব্লুটুথ নেকব্যান্ডের দাম ও লভ্যতা

ভারতে জাস্ট কর্সেকা সলিটেয়ার নেকব্যান্ডের দাম ধার্য করা হয়েছে ৩,২৯৯ টাকা এবং জাস্ট কর্সেকা সুপারফ্লেক্স নেকব্যান্ডের দাম রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। উভয় নেকব্যান্ডের সাথেই সংস্থার তরফ থেকে দেওয়া হচ্ছে এক বছরের ওয়্যারেন্টি এবং জনপ্রিয় অনলাইন এবং অফলাইন স্টোর থেকে এগুলি কিনতে পাওয়া যাচ্ছে। নেকব্যান্ডগুলি কেবলমাত্র কালো রঙে কালারে উপলব্ধ।

Just Corseca Solitaire ব্লুটুথ নেকব্যান্ডের স্পেসিফিকেশন

জাস্ট কর্সিকা সলিটেয়ার নেকব্যান্ড প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হবে এটি সঙ্গীতপ্রেমীদের লক্ষ্য করে বানানো হয়েছে । দ্রুততর ট্রান্সমিশন এবং কাজ, এক্সারসাইজ অথবা ট্রাভেল করার সময় স্থিতিশীল সংযোগের জন্য এতে ব্যবহৃত হয়েছে অপটিমাইজ ব্লুটুথ ভি৫.০। অন্যদিকে, ঘাম প্রতিরোধী এবং উন্নত টেকনোলজি সহ আসা এই নতুন ডিভাইসটিতে রয়েছে নয়েজ আইসোলেশন, নয়েজ ক্যান্সলেশনের মত একাধিক ফিচার। এছাড়া থাকবে রোবাস্ট বেস, হাইফাই স্টিরিও সাউন্ড পারফরম্যান্স ইত্যাদি।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪০০এমএএইচ ব্যাটারি এবং অনন্য পাওয়ার ম্যানেজমেন্ট টেকনোলজি, যা একবার চার্জে ২৫ ঘন্টা মিউজিক টাইম এবং ৩০ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করতে সক্ষম । শুধু তাই নয়, সলিটেয়ার নেকব্যান্ডে রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট। ব্যবহারকারী এর চিপের মধ্যে পছন্দের মিউজিক ট্র্যাক লোড করে কাজ, এক্সারসাইজ অথবা ট্রাভেল করার সময় গান শুনতে পারবেন। সংস্থাটি দাবি করেছে, মাত্র দুই ঘণ্টায় ইয়ারফোনটি পুরোপুরি চার্জ হয়ে যাবে এবং সারা দিন এটি ব্যবহার করলেও ব্যবহারকারী কোনো অস্বাচ্ছন্দতা অনুভব করবেন না। এছাড়া Just Corseca Solitaire ব্লুটুথ নেকব্যান্ডের সাথে দেওয়া হচ্ছে একটি ইউএসবি পোর্ট সিটি কেবল এবং ম্যানুয়াল।।

Just Corseca Superflexx ব্লুটুথ নেকব্যান্ডের স্পেসিফিকেশন

জাস্ট কর্সিকা সুপার ফ্লেক্স ইয়ারফোনটিও খুবই হালকা ওজনের। এর বাইরের দিকে রয়েছে ফ্লেক্সিবল আউটার কভার এবং এরগণমিকস ফিটের জন্য এতে থাকবে নরম স্টিলের কোর। ফলে অব্যবহৃত অবস্থায় এটিকে মুড়ে পকেটেও রাখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য নেকব্যান্ডটিতে ব্যবহৃত হয়েছে ১৩০ এমএএইচ ব্যাটারি এবং এটি ১৫০ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম অফার করবে। এছাড়া এতে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন ফিচার, এলইডি ইন্ডিকেটর, ইনবিল্ড হাই কোয়ালিটি অডিও চিপ, ক্রিস্টাল ক্লিয়ার বেস উৎপন্নকারী প্রযুক্তি এবং মাল্টিফাংশনাল বাটন । শুধু তাই নয়, Just Corseca Superflexx ব্লুটুথ নেকব্যান্ডের সঙ্গে দেওয়া হবে একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল। সংস্থাটি আশা করছে উন্নততর বিভিন্ন ফিচার থাকার ফলে এটি বাজারের অন্যতম জনপ্রিয় নেকব্যান্ড হতে চলেছে।