Samsung Galaxy M22 দুর্দান্ত ফিচার সহ ভারতে আসছে, লাইভ হল সাপোর্ট পেজ

Samsung গত মাসে জার্মানিতে খুব চুপিচুপি Galaxy M22-এর ঘোষণা করেছিল। সংস্থার তরফে মন্তব্য না করা হলেও স্মার্টফোনটি Galaxy A22-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবেই ধরেছিল টেকমহল। এটি জার্মানির পর আর কোন কোন দেশে লঞ্চ হতে পারে, সে বিষয়ে কোনও তথ্য সেই সময় পাওয়া যায়নি। তবে এখন লেটেস্ট রিপোর্ট বলছে, Samsung Galaxy M22 খুব শীঘ্রই ভারতে লঞ্চ হয়ে যাবে।

৯১ মোবাইলসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Galaxy M22-এর সাপোর্ট পেজ ভারতে স্যামসাংয়ের ওয়েবসাইটে লাইভ করা হয়েছে। ডিভাইসটি SM-M225FV/DS মডেল নম্বরের সাথে নথিভুক্ত রয়েছে। এর ফলে ধরে নেওয়া যায় যে Samsung Galaxy M22 এদেশে লঞ্চ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Samsung Galaxy M22 স্পেসিফিকেশন ও ফিচার

৪ জি কানেক্টিভিটিযুক্ত স্যামসাং গ্যালাক্সি এম২২ ফোনে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যা এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে ২ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর দেওয়া হয়েছে। সেইসঙ্গে আছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যায়।

স্যামসাং গ্যালাক্সি এম২২-এর ব্যাক প্যানেলে আছে চারটি ক্যামেরা – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর + ২ মেগাপিক্সেলের ডেপ্থ + ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

Samsung Galaxy M22 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যার সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে রান করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন