ফুল চার্জে 120 কিমি চালাতে পারবেন, স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে e-Sprinto

বর্তমানে পরিবেশ দূষণের সাথে মোকাবিলায় ইলেকট্রিক যানবাহনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের ক্ষেত্রেও যেই চিত্রটি সমান। কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক যানবাহন ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। যে কারণে ক্রেতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নিত্যনতুন নির্মাণকারী সংস্থাকে তাদের আকর্ষণীয় সব মডেল নিয়ে হাজির হতে দেখা যাচ্ছে। টু-হুইলার সেগমেন্টে এহেন নিদর্শন সবচেয়ে বেশি। এবারে যেমন ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ ই-স্প্রিন্টো (e-Sprinto) এ বছরেই চারটি নতুন উচ্চগতির বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করবে বলে ঘোষণা করল। যা সাধারণ ক্রেতাদের ব্যক্তিগত ব্যবহারের (B2C) পাশাপাশি ডেলিভারি বা ই-কমার্স ক্ষেত্রে (B2B) ব্যবহারের জন্য আলাদা ভ্যারিয়েন্টে আসবে।

উল্লেখ্য, এতদিন ধরে ই-স্প্রিন্টো কেবলমাত্র লো স্পিড ইলেকট্রিক স্কুটার বিক্রি করে আসছে। যেগুলি হল – e-Sprinto ও e-Sprinto BB। এদের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার। প্রথম মডেলটি সম্পূর্ণ চার্জে ৭০ কিলোমিটার রেঞ্জ অফার করে। যেখানে দ্বিতীয়টি ফুল চার্জ থাকলে, ১০০ কিলোমিটার পথ চলতে সক্ষম বলে দাবি সংস্থার।

এবারে সংস্থার ঝুলিতে যুক্ত হল আরও চারটি নতুন উচ্চগতির মডেল। এর মধ্যে রয়েছে e-Sprinto HS, যার টপ স্পিড ৫০ কিমি/ঘন্টা ও রেঞ্জ ১২০ কিমি (দাবি করা হয়েছে)। বাজারে আসন্ন ব্যাটারি চালিত স্কুটারগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রাইডারের চাহিদা পূরণ করতে পারে। এগুলিতে আকর্ষণীয় ডিজাইন, সুরক্ষা, ফিচার্স এবং পারফরম্যান্স থাকবে।

e-Sprinto সম্পর্কিত তথ্য

e-Sprinto প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার অফার করার জন্য পরিচিত। যেগুলিতে আছে পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদী পরিবহণের বিকল্প। ভারতের ইভি মার্কেটকে মজবুত করার প্রতিশ্রুতি রক্ষার পদক্ষেপ হিসেবে সংস্থাটি নিত্যনতুন মডেল এনে চলেছে। স্টার্টআপ হওয়া সত্ত্বেও, নতুন মডেল লঞ্চের এক বছরের মধ্যে ৫,০০০ বুকিং পেয়েছে ব্র্যান্ডটি। ভবিষ্যতে তারা আরও মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। উন্নত মান, পরিষেবা এবং দক্ষতার দিক থেকে বাজারের একটি ভরসাযোগ্য সংস্থায় পরিণত হওয়ার লক্ষ্যে e-Sprinto এগিয়ে চলেছে।

e-Sprinto-এর বক্তব্য

e-Sprinto-এর সহ প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর অতুল গুপ্তা এক বিবৃতিতে জানিয়েছেন, “প্রবল উচ্ছ্বাসের সাথে উচ্চগতির ইলেকট্রিক স্কুটার লঞ্চের কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস এক্ষেত্রে একদিন নতুন দৃষ্টান্ত স্থাপন করব আমরা। আমাদের উৎসর্গ এবং পরিবেশবান্ধব যানবাহনে উদ্ভাবনী ইচ্ছার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছি। আমাদের নতুন ইলেকট্রিক স্কুটারগুলি রাইডারদের ব্যতিক্রমী রাইডিংয়ের অভিজ্ঞতা প্রদান করবে বলে আমরা আশাবাদী।”