আজ ভারতে আসছে OnePlus Nord ও OnePlus Buds, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

বহুবার টিজার সামনে আসার পর, অবশেষে আজ ভারতে আসছে মিড রেঞ্জ ফোন OnePlus Nord ও ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস OnePlus Buds। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এটি বিশ্বের প্রথম AR স্মার্টফোন লঞ্চ ইভেন্ট হবে। সন্ধ্যা ৭:৩০ টা থেকে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির ওয়েবসাইট ছাড়াও ওয়ানপ্লাস নোর্ড এর লঞ্চ ইভেন্ট সরাসরি ডেডিকেটেড পেজ থেকে দেখা যাবে (লঞ্চ ইভেন্ট দেখতে এখানে ক্লিক করবেন)। ইতিমধ্যেই OnePlus Nord ও OnePlus Buds এর ফিচার ও দাম সামনে এসেছে।

OnePlus Nord ও OnePlus Buds দাম ও উপলব্ধতা:

কোম্পানির তরফে ওয়ানপ্লাস নোর্ড এর সঠিক দাম এখনও না জানানো হলেও, ওয়ানপ্লাস এর সিইও নিশ্চিত করেছে ফোনটি ৫০০ ডলারের ( প্রায় ৩৭,০০০ টাকা) কম হবে। আবার ওয়ানপ্লাস বাডস এর দাম হবে ১০০ ডলারের (প্রায় ৭,৫০০ টাকা) কম। OnePlus Nord ফোনটি অ্যামাজন থেকে এবং OnePlus Buds ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।

OnePlus Nord স্পেসিফিকেশন:

ওয়ানপ্লাসের এই ফোনে ৬.৪৪ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড স্ক্রিন থাকবে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং আসপেক্ট রেশিও ২০:৯। ফুল এইচডি প্লাস এই ডিসপ্লে অফার করবে ৪০৮ পিপিআই সাপোর্ট। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন থাকবে। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যেখানে ডুয়েল সেলফি ক্যামেরা থাকবে। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর থাকবে। ফোনটি ৫জি সাপোর্টের সাথে আসবে।

ক্যামেরার কথা বললে ওয়ানপ্লাস নোর্ড ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হবে। যার প্রাইমারি ক্যামেরা এফ/ ১.৭৫ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ সেন্সর। এতে OIS/EIS সাপোর্ট করবে। অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স (ফিল্ড অফ ভিউ ১১৯ ডিগ্রী), ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফোনের সামনে পাবেন এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ফোনটি আসবে ব্লু মার্বেল, গ্রে অনিক্স এবং গ্রে অ্যাশ কালারে।

OnePlus Nord এ পাবেন ৮ জিবি ও ১২ জিবি র‌্যামের বিকল্প এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ। এই স্মার্টফোনের ওজন ১৮৫ গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড অক্সিজেন ওএস ১০ এর সাথে আসবে। এতে ৪,১১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

OnePlus Buds স্পেসিফিকেশন:

ওয়ানপ্লাস বাডস নীল, কালো ও সাদা রংয়ে পাওয়া যাবে। এটি দেখতে অনেকটাই Vivo TWS Neo এবং Google Pixel Buds এর মিশ্রণ ভার্সন। XDADevelopers দ্বারা জানানো হয়েছে এই ইয়ারবাডস এর সাথে সরাসরি মোকাবিলা হবে Apple AirPods এর। এই ইয়ারবাডস ইন্ডিভিউজুয়াল ব্যাটারি লেভেলের সাথে আসতে পারে, অর্থাৎ এর দুটি ইয়ারবডস এর ব্যাটারি লেভেল পৃথক পৃথক হতে পারে। এতে “Find My Device” অপসন থাকতে পারে। এরসাথে এতে ইকুয়ালাইজার সেটিংস ও ডলবি অ্যাটমস সাপোর্ট দেওয়া হতে পারে। আবার এই ইয়ারবাডস এ টাচ কন্ট্রোল সাপোর্ট থাকবে। এতে ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে।