অল্পের জন্য এক লক্ষ মিস, মার্চে সর্বোচ্চ বাইক ও স্কুটার বিক্রির রেকর্ড গড়ল Suzuki

২০২৩-এর মার্চ বেশিরভাগ অটোমোবাইল সংস্থার মুখেই চওড়া হাসি ফুটিয়েছে। তাদের বিক্রিতে দেখা গিয়েছে ব্যাপক জোয়ার। এই যেমন সুজুকি মোটরসাইকেল (Suzuki Motorcycle)। গত মাসে এই জাপানি টু-হুইলার সংস্থাটির বেচাকেনার পরিমাণ পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মার্চে কোম্পানিটি মোট ৯৭,৫৮৪টি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। যা এ যাবৎকাল পর্যন্ত কোনও মাসে সর্বোচ্চ। গত মাসে শুধু দেশের বাজারে ৭৩,০৬৯ ইউনিট বেচেছে সুজুকি। এবং রপ্তানিকৃত টু-হুইলারের সংখ্যা ২৪,৫১৫।২০২২-এর একই সময়ের তুলনায় বিক্রিবাটা ৪৯% বৃদ্ধি পেয়েছে।

Suzuki Motorcycle মার্চের বেচাকেনায় রেকর্ড গড়লো

এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত সুজুকি মোট ৯,৩৮,৩৭১ ইউনিট বাইক ও স্কুটার বেচতে সক্ষম হয়েছে। এক বছর আগে এই সংখ্যাটি ছিল ৭,৫৪,৯৩৮ ইউনিট। ফলে গেল অর্থবর্ষে দু’চাকার গাড়ির বিক্রি ২৪.৩% বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। বেচাকেনায় জোয়ারের বিষয়ে সুজুকির বক্তব্য, দেশে এবং আন্তর্জাতিক বাজারে তাদের টু-হুইলারের চাহিদা বিপুল পরিমাণে বেড়েছে।

এই প্রসঙ্গে Suzuki Motorcycle-এর বক্তব্য

এই প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার কার্যনির্বাহী সহ-সভাপতি (সেলস ও মার্কেটিং) দেবাশিষ হান্দা বলেন, “বিক্রির গতি ত্বরান্বিত করতে সহায়তা করার জন্য আমরা আমাদের প্রিয় গ্রাহক, ডিলার পার্টনার এবং সংস্থার কর্মীদের কাছে কৃতজ্ঞ।” গত অর্থবছরে V-Strom SX-এর হাত ধরে সুজুকি ২৫০ সিসি অ্যাডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেলের সেগমেন্টে পদার্পণ করেছে। নিত্যদিনের চলাফেরা, হাইওয়েতে দীর্ঘ পথ যাত্রার জন্য এটি ক্রেতালের হৃদয় জিতে নিয়েছে।

Suzuki V-Strom SX-এ রয়েছে রাগেড ডিজাইন, অ্যাডভেঞ্চার থেকে অনুপ্রাণিত লুক। এর ইঞ্জিনটি প্রোটেক্টরের মতো শেল দ্বারা আবৃত। এর মজবুত চ্যাসিস মোটরসাইকেলটির মেরুদন্ডের ভূমিকা পালন করে। অন্যদিকে সুজুকির নতুন লঞ্চের তালিকায় আছে Katana এবং আপডেট কালার স্কিমের Gixxer 250 সিরিজ, Gixxer সিরিজ এবং Access 125।