মধ্যবিত্তের জন্য Apple-এর নয়া চমক iPhone SE 4, সস্তায় দুর্ধর্ষ ফিচার্স, লঞ্চ আগামী বছর

সেপ্টেম্বরে Apple iPhone 15 সিরিজ লঞ্চের পরেই কোম্পানির বাজেট রেঞ্জের SE সিরিজ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ কয়েক মাসের বিরতির পর, এখন শোনা যাচ্ছে যে আগামী বছর iPhone SE 4 মডেলটি আত্মপ্রকাশ করতে পারে৷ এটি গত বছর লঞ্চ হওয়া Apple iPhone SE 3-এর উত্তরসূরি হিসাবে আসতে চলেছে। সূত্র মারফৎ হ্যান্ডসেটটির সম্ভাব্য লঞ্চ টাইমলাইনের পাশাপাশি স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য প্রকাশ করা হয়েছে।

iPhone SE 4 আগামী বছর লঞ্চ হতে পারে

আইফোন এসই (তৃতীয় প্রজন্ম)-এর সাথে অ্যাপল শেষবার তাদের এসই সিরিজটি আপডেট করেছিল গত বছর ৮ মার্চ তারিখে। এটি ছিল ২০২০ সালের এপ্রিলে উন্মোচিত আইফোনে এসই (দ্বিতীয় প্রজন্ম)-এর আপগ্রেড। তৃতীয় প্রজন্মের আইফোন এসই আইফোন ১৩ সিরিজের অনুরূপ এ১৫ বায়োনিক চিপ, নতুন ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ও ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ আত্মপ্রকাশ করেছিল। সেরামিক শিল্ড ফ্রন্ট কভার এবং পিছনে একটি গ্লাস সহ এতে আগের মডেলের তুলনায় আরও টেকসই ডিজাইন দেখা যায়।

টিপস্টার নিথিন প্রসাদ তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে দাবি করেছেন যে, আসন্ন আইফোন এসই ৪-এ এলটিপিএস ওলেড (LTPS OLED) ডিসপ্লে থাকবে, যা বিওই (BOE) বা টিয়ানমা (Tianma) তৈরি করবে। উল্লেখযোগ্যভাবে, এই ডিসপ্লেটি তার পূর্বসূরির চেয়ে আকারে বড় হওয়ার সম্ভাবনা। আইফোন এসই ৪-এ ৬.১ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে, যা আইফোন এসই (২০২২) মডেলের ৪.৭ ইঞ্চির প্যানেলের তুলনায় অনেকটাই বড়।

সূত্র অনুসারে, iPhone SE 4 অ্যাপলের A15 Bionic চিপ দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে, এই একই প্রসেসর যা iPhone 13 সিরিজের সাথে আত্মপ্রকাশ করেছিল। অ্যাপলের লেটেস্ট চিপ না হলেও এখনও একটি শক্তিশালী অপশন এটি, যা ভালো পারফরম্যান্স প্রদান করতে পারে। এছাড়াও, iPhone SE 4 আপগ্রেডেড ক্যামেরার সাথে আসবে বলে শোনা যাচ্ছে। রিয়ার এবং সেলফি উভয় ক্যামেরার জন্য উন্নত সেন্সর বা লেন্স ব্যবহৃত হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও ভাল ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স অফার করবে।

এর পাশাপশি, শোনা যাচ্ছে যে iPhone SE 4 ফেস আইডি ফিচার সাপোর্ট করবে, যা অ্যাপলের অত্যাধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতি। ডিভাইস আনলক করতে বা পেমেন্ট অনুমোদন করতে ব্যবহারকারীর মুখ নিরাপদে স্ক্যান করে এই ফিচারটি নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে।

উল্লেখ্য, iPhone SE 4-এর ডিজাইনটি iPhone XR থেকে অনুপ্রাণিত হবে বলে মনে করা হচ্ছে, যা অ্যাপল ২০১৮ সালে লঞ্চ করেছিল। আসন্ন ফোনটিতেও তাই উল্লেখিত পুরোনো আইফোনটির মতোই ডিসপ্লে নচ থাকবে বলে আশা করা হচ্ছে, যা নতুন আইফোন সিরিজ থেকে বাদ পড়েছে। আগেই উল্লেখ করা হয়েছে যে, অ্যাপল নতুন iPhone SE 4-তে লেটেস্ট চিপসেট ব্যবহার করবে না, তা সত্ত্বেও এটি বাজেট-সচেতন গ্রাহকদের জন্য একটি যথেষ্ট ভালো অফার হিসাবে পরিগণিত হতে পারে। শক্তিশালী A15 Bionic চিপ, আপগ্রেড করা ক্যামেরা, নিরাপত্তার জন্য ফেস আইডি সাপোর্ট এবং বড় আকারের ডিসপ্লের সমন্বয় এটিকে iPhone SE (2022)-এর যোগ্য উত্তরসূরি করে তুলবে।