Poco X6 Pro 5G: 200MP ক্যামেরার প্রথম ফোন আনছে পোকো, দুর্ধর্ষ ফিচার্সে মন জয় করবে

শাওমি (Xiaomi) সম্প্রতি তাদের সাব-ব্র্যান্ড রেডমির বহু প্রতীক্ষিত Note 13 সিরিজ লঞ্চ করেছে, যার অধীনে Redmi Note 13, Redmi Note 13 Pro, এবং Redmi Note 13 Pro+ মডেলের তিনটি স্মার্টফোন বাজারে এসেছে। এগুলির মধ্যে Note 13 Pro+ প্রথম Redmi Note ডিভাইস, যা কার্ভড অ্যামোলেড প্যানেল এবং জল ও ধুলো প্রতিরোধী IP68 রেটিংয়ের সাথে এসেছে। আর এখন শাওমির আরেক সাব-ব্র্যান্ড পোকোর আপকামিং Poco X6 5G এবং Poco X6 Pro 5G আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়ে লঞ্চের জল্পনা বাড়িয়েছে।

Poco X6 5G এবং Poco X6 Pro 5G পেল IMEI-এর অনুমোদন

টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক ইঙ্গিত দিয়েছেন যে, শাওমি তাদের নতুন রেডমি নোট ১৩ প্রো ফোনটিকে বিশ্ব বাজারে নোট ১৩ প্রো ও পোকো ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ করবে৷ নতুন রেডমি নোট ১৩ প্রো স্মার্টফোনটি চীনে লঞ্চ হওয়ার পরপরই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর অনুমোদন লাভ করেছে। পোকো ফোনটির গ্লোবাল এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টগুলি এখন আইএমইআই (IMEI) সার্টিফিকেশন পেয়েছে।

আইএমইআই লিস্টিং থেকে জানা গেছে যে, পোকো এক্স৬ প্রো ৫জি ফোনটি 23122PCD1G মডেল নম্বর বহন করে। মডেল নম্বরের শেষে থাকা ‘G’ অক্ষরটি ডিভাইসের গ্লোবাল ভ্যারিয়েন্ট নির্দেশ করে। প্রসঙ্গত, 2312DRA50I মডেল নম্বর সহ রেডমি নোট ১৩ প্রো ৫জি সহ ভারতের বিআইএস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে।

পোকো স্মার্টফোনটিতে Redmi Note 13 Pro 5G স্মার্টফোনের ‘গার্নেট’ (garnet) এর পরিবর্তে ‘গার্নেটপি’ (garnetp) কোডনামটি রয়েছে। ভারতে Poco X6 Pro 5G লঞ্চ হওয়ার সম্ভাবনা কম, কারণ উভয় স্মার্টফোনই অভিন্ন স্পেসিফিকেশন শেয়ার করে। টিপস্টার ক্যাসপার নিশ্চিত করেছে যে, Redmi Note 13 Pro 5G-এর গ্লোবাল এবং ভারতীয় সংস্করণের মধ্যে কোনও পার্থক্য থাকবে না।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Poco X6 5G 2312DRAF3G এবং 2312DRAF3। মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) এর অনুমোদন পেয়েছে। ক্যাসপার স্ক্রেজিপেক বলেছেন যে, Poco X6 5G এর সঙ্গে Redmi Note 13 5G স্মার্টফোনের মিল থাকতে পারে। তার মতে, এতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পরিবর্তে ৬৪ মেগাপিক্সেলের প্রধান সেন্সর থাকবে।

এছাড়া, শাওমি আগামী দিনে Redmi Note 13R নামের অধীনে চীনে একটি ডাউনগ্রেড ভ্যারিয়েন্টও লঞ্চ করবে বলে জানা গেছে। স্মার্টফোনগুলির আইএমইআই (IMEI) লিস্টিং থেকে বোঝা যায় যে, শাওমি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গ্লোবাল এবং ভারতীয় বাজারে স্মার্টফোনগুলিকে উন্মোচন করবে।

Poco X6 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Poco X6 5G-তে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফোনটিতে MediaTek Dimensity 6080 প্রসেসর এবং Mali-G57 MP2 জিপিইউ ব্যবহৃত হবে। এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে। ফোনটিতে ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Poco X6 5G-এর রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco X6 5G শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Poco X60 Pro 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Poco X60 Pro 5G ফোনটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৯২০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং, ডিসিআই-পি৩ ১০০% ওয়াইড কালার গ্যামট এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা অফার করে। হ্যান্ডসেটটিতে Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেটটি ব্যবহার করা হবে, যা গ্রাফিক্সের জন্য Adreno 740 জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। X60 Pro 5G-তে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে।

ক্যামেরার ক্ষেত্রে, Poco X60 Pro 5G-এর রিয়ার প্যানেলে এফ /১.৬৫ অ্যাপারচার, ৭পি লেন্স সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি Samsung HP3 সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Poco X60 Pro 5G-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। এছাড়াও, এতে মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ ৫.২ এবং ওয়াই-ফাই ৫ সাপোর্ট।