BS6 ইঞ্জিনের সাথে ভারতে এল Benelli-র নতুন চমক TRK 502X

ভারতে অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেলের তালিকা যেন ক্রমশ দীর্ঘতর হচ্ছে। Honda CB500X লঞ্চের রেশ না কাটতেই Benelli এবার ভারতে TRK 502X অ্যাডভেঞ্চার ক্লাস মোটরসাইকেল নিয়ে হাজির হল। প্রসঙ্গত বেনেলি আগস্ট মাস পর্যন্ত সাত সাতটি নতুন BS6 মডেল এদেশে লঞ্চ করার প্রতিশ্রুতি দিয়েছিল। যারপরেই নিশ্চিত হয়ে যায় প্রতিমাসেই বেনেলির একটি করে নতুন মডেল ভারতে পা রাখবে। সেই অনুযায়ী জানুয়ারিতে TRK 502, ফেব্রুয়ারিতে Leoncino 500, ও আজ TRK 502X-র BS6 ভার্সন ভারতের বাজারে চলে এল।

2021 Benelli TRK 502X ডিজাইন ও ফিচার

ডিজাইনের প্রসঙ্গে আসার আগে বলে রাখি, Benelli TRK 502 অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের তুলনায় Benelli TRK 502X অতিরিক্তি কিছু ফিচার পাওয়ার ফলে রুক্ষ ও প্রতিকূল রাস্তাতে আরও বিক্রমের সাথে এগিয়ে যেতে সক্ষম হবে। ডিজাইন হাইলাইটের কথা বললে, বাইকে রয়েছে টুইন-পড হেডলাইট সেটআপ, সেমি-ফেয়ারিং ডিজাইন, ওয়্যার-স্পোক হুইল, লম্বা উইন্ডস্ক্রিন, স্প্লিট-স্টাইলের সিট, কার্ভড এগজস্ট পাইপ। নতুন মডেলে বেনেলি ডিজাইনের দিক থেকে কোনো পরিবর্তন না করলেও বেশ কিছু আপডেট লক্ষ্য করা গিয়েছে। অ্যালুমিনিয়াম ব্রাকেটের সাথে নতুন নাকল গার্ড (হ্যান্ড গার্ড), রাইডারের রিয়ার ভিউ ভিশন উন্নীত করার জন্য লম্বা ও চওড়া আয়না, অতিরিক্ত লাগেজ রাখার জন্য নতুন কাস্ট অ্যালুমিনিয়ামের বক্স ব্রাকেট, আরোহীর যাত্রা আরও আরামপ্রদ করে তোলার জন্য নতুন ভাবে ডিজাইন করা ডাবল-থ্রেডেড সিট, বেনেলি লোগোর সাথে ব্ল্যাকড-আউট অ্যাডজেস্টেবল হ্যান্ডেলবার প্রভৃতি চোখে পড়বে।

আবার বেনেলি টিআরকে ৫০২এক্স হোয়াইট এবং অ্যাম্বার লিট  ডিসপ্লে সহ নয়া ডিজাইনের সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল পেয়েছে। ব্যাকলিট ফাংশনের ফলে ডিসপ্লেটি অন্ধকারেও দৃশ্যমানতা অফার করবে। এছাড়াও, ব্যাকলিট ফিচারটি বেশ প্রিমিয়াম লুকও প্রদান করছে।

2021 TRK 502X মেকানিক্যাল স্পেসিফিকেশন

২০২১ বেনেলি টিআরকে ৫০২এক্স এখন বিএস-৬ মাপকাঠি মেনে ডেভলপ করা ৫০০ সিসি-র লিকুইড কুল্ড, টুইন সিলিন্ডার, ইন-লাইন ইঞ্জিনে চলবে। এটি ৮৫০০ আরপিএম গতিতে ৪৭ পিএস শক্তি ও ৬০০০ আরপিএমে ৪৬ এমএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি গিয়ার পজিশন ইন্ডিকেটর ও গিয়ার শিফট ইন্ডিকেটরের সাথে সিক্স স্পিড গিয়ারবক্স সহ এসেছে, যা পরিস্থিতি ও অবস্থার ওপর নির্ভর করে রাইডারকে তৎপরতার সাথে সঠিক গিয়ারে শিফট করতে সাহায্য করে।

বাইকের সামনে ৫০ মিমি ইউএসডি (আপসাইড ডাউন) ফোর্ক ও পিছনে হাইড্রোলিক মনোশক সাসপেনশন (রিবাউন্ড + প্রি-লোড অ্যাডজেস্টেবল) যে কোনো শক্ত ভূপৃষ্টে বাইকের সওয়ারিদের আরামের খেয়াল রাখবে। ব্রেকিংয়ের কাজ সামলানোর জন্য বাইকে ৩২০ মিমি টুইন ফ্রন্ট পেটাল ডিস্ক ও ২৬০ মিমি রিয়ার পেটাল ডিস্ক আছে। নিরাপত্তার জন্য বাইকে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস৷ আবার ২২০ মিমি-র হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাস্তার ধরন নির্বিশেষে অ্যাডভেঞ্চারে বেড়িয়ে পড়ার জন্য আদর্শ।

2021 Benelli TRK 502X দাম ও কালার অপশন

২০২১ বেনেলি টিআরকে ৫০২এক্স অ্যাডভেঞ্চার বাইকের দাম শুরু হচ্ছে ৫,১৯,৯৯০ টাকা থেকে। অর্থাৎ বেনেলি টিআরকে ৫০২-র তুলনায় এটি কেনার জন্য ৪০,০০০ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। বাইকটি মেটালিক ডার্ক গ্রে, পিওর হোয়াইট, এবং বেনেলি রেড কালার অপশনে উপলব্ধ। প্রসঙ্গত, শেষের দুটি কালার অপশনে বাইকটি কিনতে চাইলে বেস প্রাইসের থেকে ১০,০০০ টাকা বেশী খরচ করতে হবে। বেনেলি ৩ বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি স্ট্যান্ডার্ড হিসেবে অফার করছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন