Lava Yuva 3 এর প্রথম সেল, 6799 টাকায় 8 জিবি র‌্যাম ও 5,000mAh ব্যাটারির ফোন কেনার সেরা সুযোগ

Lava Yuva 3 আজ অর্থাৎ ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে অ্যামাজনে কেনা যাবে। ফোনটির ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬,৭৯৯ টাকা

বাজেট টাইট হলেও যদি আপনি দুর্দান্ত ফিচারের স্মার্টফোন খোঁজ করে থাকেন তবে আপনার জন্য সুখবর। আসলে আজ থেকে লাভার লেটেস্ট স্মার্টফোন Lava Yuva 3 এর বিক্রি শুরু হয়েছে। ফোনটির প্রারম্ভিক দাম ৬,৮০০ টাকারও কম। ফোনটি দেখতে সুন্দর এবং সস্তা হওয়া সত্ত্বেও এতে ৮ জিবি র‌্যাম (৪ জিবি ফিজিক্যাল + ৪ জিবি ভার্চুয়াল) সাপোর্ট রয়েছে। এছাড়াও ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Lava Yuva 3 এর দাম সহ সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava Yuva 3 এর বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম

লাভা যুবা ৩ আজ অর্থাৎ ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে অ্যামাজনে কেনা যাবে। ফোনটির ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬,৭৯৯ টাকা এবং ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭,২৯৯ টাকা। এটি্ ইক্লিপস ব্ল্যাক, কসমিক ল্যাভেন্ডার এবং গ্যালাক্সি হোয়াইট কালার অপশনে লঞ্চ হয়েছে।

Lava Yuva 3 এর বিশেষত্ব

Lava Yuva 3 ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫-ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনের পিছনে প্রিমিয়াম ব্যাক ডিজাইন পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬০৬ অক্টা-কোর প্রসেসর উপস্থিত, যার সাথে মালি জি৫৭ জিপিইউ যুক্ত। স্টোরেজ বাড়ানোর জন্য, হ্যান্ডসেকে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। আর ফোনটি স্টক অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানির তরফে বলা হয়েছে যে, এটি অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পাওয়ার যোগ্য। এছাড়াও এতে ২ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেবে লাভা।

ফটোগ্রাফির জন্য, Lava Yuva 3 মডেলে ১৩ মেগাপিক্সেল ট্রিপল এআই রিয়ার ক্যামেরা বর্তমান এবং সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য ফোনটিতে টাইপ-সি পোর্ট উপলব্ধ। এছাড়াও এতে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।