ফাটাফাটি দেখতে জম্পেশ ইলেকট্রিক গাড়ি আনল Tata Motors, এক চার্জে 465 কিমি মাইলেজ

টাটা মোটরস (Tata Motors) আজ দেশের অন্যতম জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি Nexon EV-এর বহু প্রতীক্ষিত Facelift ভার্সন লঞ্চ করল। গাড়িটির বেস মডেলের মূল্য ১৪.৭৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে, এবং টপ এন্ড ভার্সনের দাম ১৯.৯৪ লক্ষ টাকা। এটি ছয়টি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Creative+, Fearless, Fearless+, Fearless+ S, Empowered ও Empowered+। প্রতিটি ভ্যারিয়েন্ট সাতটি রঙে বেছে নেওয়া যাবে।

Tata Nexon EV Facelift : ফিচার্স

Tata Nexon EV Facelift এর ফিচারের তালিকায় উপস্থিত নতুন ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, কাস্টমাইজেবল ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টু-স্পোক ইলুমিনেটেড স্টিয়ারিং হুইল, টাচ বেসড এয়ারকন প্যানেল এবং হাইট অ্যাডজাস্টেবল ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। এছাড়া রয়েছে জেবিএল সাউন্ড সিস্টেম, সিঙ্গেল পেন সানরুফ, ওয়্যারলেস চার্জার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ওটিএ আপডেট।

2023 Nexon EV দুই ভার্সনে এসেছে – মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ। যা যথাক্রমে ৩০ কিলোওয়াট আওয়ার ও ৪০.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে উপলব্ধ। প্রথমটি থেকে ৩২৫ কিলোমিটার এবং দ্বিতীয়টি থেকে ৪৬৫ কিলোমিটার রেঞ্জ মেলবে বলে দাবি করা হয়েছে। যদিও আগের তুলনায় টর্ক কমানো হয়েছে, যা হল ২১৫ এনএম ও ২৫০ এনএম। তবে বেড়েছে টপ-স্পিড। বর্তমান মডেল দুটির প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ যথাক্রমে ১৩০ কিলোমিটার ও ১৫০ কিলোমিটার। ০-১০০ কিমি/ঘন্টার গতি তুলতে সময় লাগবে ৮.৯ সেকেন্ড।

Tata Nexon EV Facelift : ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম

Creative+ MR – ১৪.৭৪ লাখ টাকা
Fearless MR – ১৬.১৯ লাখ টাকা
Fearless LR – ১৮.১৯ লাখ টাকা
Fearless+ MR – ১৬.৬৯ লাখ টাকা
Fearless+ LR – ১৮.৬৯ লাখ টাকা
Fearless+ S MR – ১৭.১৯ লাখ টাকা
Fearless+ S LR – ১৯.১৯ লাখ টাকা
Empowered MR – ১৭.৮৪ লাখ টাকা
Empowered+ LR – ১৯.৯৪ লাখ টাকা