পাহাড়-জঙ্গল চষে বেড়ানোয় দক্ষ, দেশের 3 সেরা অফ-রোড গাড়ির সঙ্গে পরিচয় করে নিন

কথায় বলে বাঙালিদের পায়ের তলায় নাকি সর্ষে আছে। ভ্রমণ পিপাসু বাঙালিকে রোখে কার সাধ্যি! মাঝে করোনার থাবায় এই ঘুরে বেড়ানোর প্রবণতায় খানিক বাধার সৃষ্টি হলেও সাম্প্রতিককালে আবারো চেনা ছন্দে ফিরে এসেছে সবাই। এতদিনের অভ্যেসকে পুনরায় শান দিতে শুরু করেছে বেশিরভাগ মানুষ। কেউ ছুটেছেন আশেপাশের দর্শনীয় স্থানে তো কেউ পাড়ি দিচ্ছেন বিদেশে। তবে একদল মানুষের কিন্তু ঘুরতে যাওয়ার ঠিকানা পাহাড় পর্বতের মত অফ-রোড জায়গা। পরিসংখ্যান বলছে বিগত দেড়-দুই বছর ধরে লেহ-লাদাখ থেকে শুরু করে সিকিম বা দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে গাড়ি চালিয়ে অফ রোডের মজা নেওয়ার পর্যটক বেড়েছে অনেকটাই। এমন উঁচু-নিচু রাস্তায় গাড়ি চালাতে গেলে প্রয়োজন একটি হার্ডকোর অফ-রোডিং এর উপযুক্ত গাড়ির। তাই এই প্রতিবেদনে রইল দেশের সেরা তিন অফ-রোডারের সন্ধান।

Maruti Suzuki Jimny

তালিকায় একেবারে নবতম সংযোজিত সদস্য মারুতি সুজুকি জিমনি। অন্যতম আলোচিত ৫ দরজা বিশিষ্ট এই গাড়িটি চলতি বছরের অটো এক্সপো ইভেন্টের মাধ্যমে ভারতের বাজারে পদার্পণ করে। সেই সময় থেকেই যাত্রা শুরু। ১.৫ লিটারের K সিরিজের ইঞ্জিন মারুতির এই অফ-রোড গাড়িকে এগিয়ে চলার শক্তিই সরবরাহ করে। ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক যথাক্রমে ১০৩ বিএইচপি এবং ১৩৪ এনএম। ফাইভ স্পিড মানুয়াল এবং এবং ফোর স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স অপশন রয়েছে। এছাড়াও এই গাড়িতে স্ট্যান্ডার্ড হিসাবে রয়েছে ফোর হুইল ড্রাইভ প্রযুক্তি। দাম ১০.৭৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু৷

Mahindra Thar

২০২০ সালে মাহিন্দ্রা থার এসইউভির থার্ড জেনারেশন মডেল বাজারে আসে। আজকের দিনে দাঁড়িয়ে দেশের বাজারে অন্যতম জনপ্রিয়ত অফ-রোড গাড়ির তকমা অর্জন করেছে এটি। অত্যন্ত আকর্ষণীয় রোড প্রেজেন্স ও শক্তিশালী ইঞ্জিন এই দুইয়ের মাধ্যমে এগিয়ে চলেছে মাহিন্দ্রা থার। দীর্ঘদিন ফোর হুইল ড্রাইভ সিস্টেম যুক্ত মডেল বাজারে পাওয়া গেলেও মাঝে পকেট সাশ্রয়ী মূল্যে রিয়ার হুইল ড্রাইভ ভার্সন লঞ্চ হয়েছে থার। পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের পাশাপাশি ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম উপলব্ধ এতে। যদিও মারুতি সুজুকি জিমনির মত পাঁচ দরজার বদলে এতে রয়েছে থ্রি-ডোর অপশন। দাম শুরু ১০.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে৷ উল্লেখ্য, আগামী বছরেই পাঁচ দরজার থার লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে

Force Gurkha

মাহিন্দ্রা থারের মতো ফোর্স গুর্খাতেও তিনটি দরজা আছে। তবে চেহারায় অনেকটা বড় হওয়ার কারণে উপরের দুই গাড়ির তুলনায় আরও বেশি পরিমাণ দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা রয়েছে এই এসইউভির। ফোর্স গুর্খার ডিজাইন Mercedes-Benz G-Wage-কে মনে করায়। ২.৬ লিটারের শক্তিশালী ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়েছে গুর্খাতে। যা সর্বোচ্চ ৮৯ বিএইচপি ক্ষমতা এবং ২৫০ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে পাঁচ গতির ম্যানুয়াল ট্রান্সমিশন। দাম ১৫.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম৷