Triumph Gold Line Limited Edition মডেল ভারতে লঞ্চ হবে ২১ ডিসেম্বর

Triumph Gold Line Limited Edition পরশুদিন, অর্থাৎ ২১ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে৷ Bonneville T100, T120, Street Scambler, Speedomaster, Bobber, এর গোল্ড লাইন রেঞ্জ ইতিমধ্যেই সামনে এনেছে ট্রায়াম্ফ৷ তবে মোটরবাইকটি কেবলমাত্র ভারতের বাজারে এক বছরের জন্যই পাওয়া যাবে। কয়েক মাস আগেই এটি বিশ্ববাজারে উন্মোচিত হয়েছে। আসুন লিমিটেড এডিশনের Triumph Gold Line বাইকগুলির ফিচার ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

ট্রায়াম্ফ গোল্ড লাইন ফিচার্স (Triumph Gold Line Features)

ট্রায়াম্ফ গোল্ড লাইন-এর বিশেষত্ব বলতে বাইকগুলির ডিজাইন পুরোদস্তুর হাতে করা হয়েছে। এছাড়া স্ট্যান্ডার্ড মডেলটির সাথে এর বিশেষ কোনো পরিবর্তন নেই। সমস্ত মেকানিক্যাল বিশেষত্ব এবং ফিচার একই রাখা হয়েছে। ২০২২ এর প্রথম প্রান্তিকে মোটরবাইকগুলি ডিলারদের কাছে পাঠানো হবে।

এর স্ট্যান্ডার্ড ভার্সনটির থেকে ‘গোল্ড লাইন’ মডেলটিতে কিছু কসমেটিক আপডেট করা হয়েছে। যেমন সিলভার কালার ফুয়েল ট্যাঙ্কটি সোনালী রঙের স্ট্রিপ দিয়ে শোভিত করা হয়েছে। তবে সমস্তটাই হাতে আঁকা ডিজাইন। এছাড়াও এর ফুয়েল ট্যাঙ্কে একটি সোনালি রঙের লোগো চমকাচ্ছে।

ট্রায়াম্ফ গোল্ড লাইন দাম (Triumph Gold Line Price)

ট্রায়াম্ফ গোল্ড লাইন লঞ্চ হওয়ার পর ভারতে এর দাম স্ট্যান্ডার্ড মডেলটি তুলনায় ৩০-৩৫ হাজার টাকা বেশি হতে পারে।

Triumph Gold Line Limited Edition এর প্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, “ট্রায়াম্ফ এর অন্য মোটরবাইকের মত এতেও হাতে লাইন টানা হয়েছে। শিল্পীরা এই লাইনের সাথে নিজেদের স্বাক্ষর যোগ করেছেন এতে।”