দ্রুত 5G পরিষেবা আনছে Airtel, সরকার কে স্পেকট্রাম বাবদ দিল ৮৩১২.৪ কোটি টাকা

মাত্র কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম 5G স্পেকট্রাম নিলাম। এই নিলামে বিভিন্ন ফ্রিক্যুয়েন্সি ব্যান্ডের মোট ৪৩,০৮৪ কোটি টাকার স্পেকট্রাম কেনে ভারতী এয়ারটেল (Bharati Airtel) গ্রুপ। এবার অধিগৃহীত সেই স্পেকট্রামের মূল্য বাবদ, কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডটের (DoT) হাতে মোট ৮৩১২.৪ কোটি টাকা তুলে দিল উক্ত টেলকো। সেক্ষেত্রে আগামী চার বছরের জন্য অগ্রিম রূপেই এই টাকা এয়ারটেল, কেন্দ্রীয় সংস্থাটিকে ( DoT) পরিশোধ করেছে‌। বলাবাহুল্য যে, Airtel -এর এই পদক্ষেপ তাদের বর্তমান অর্থনৈতিক স্থিতাবস্থার বিষয়টিকেই ফের স্পষ্ট করেছে।

মনে রাখা দরকার এই প্রথম নয় বরং এর আগেও এয়ারটেলের তরফ থেকে নির্দিষ্ট সময়ের পূর্বে স্পেকট্রাম বাবদ প্রদেয় অর্থ পরিশোধ করা হয়েছে। তবে বর্তমানে 5G রোলআউটকে পাখির চোখ করে সংস্থাটি বিগত দেনার ভার থেকে খানিকটা হলেও মুক্ত থাকতে চাইছে। এর ফলে 5G লঞ্চের ব্যাপারে তারা অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবে বলে সংস্থার বিশ্বাস।

উল্লেখ্য, গত বছর নির্ধারিত সময়ের আগে এয়ারটেল স্পেকট্রাম দেনা বাবদ কেন্দ্রীয় ডটের হাতে মোট ২৪,৩৩৩.৭ কোটি টাকা তুলে দেয়। এবারে সংস্থাটি পুনরায় অগ্রিম হিসেবে অধিগৃহীত স্পেকট্রামের দাম ডট (DoT) -কে পরিশোধ করলো, যা সকলেরই নজর কেড়েছে। এয়াটেলের সিইও (CEO) তথা ম্যানেজিং ডিরেক্টর (MD), গোপাল ভিত্তলের দাবি, এভাবে চার বছরের টাকা অগ্রিম পরিশোধের ফলে তারা আগামীতে 5G রোলআউটের প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে পারবেন। এতে টেলকোর পক্ষে বেশ পরিকল্পিত উপায়ে 5G পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আমাদের ধারণা। সংস্থার সিইও’র তরফ থেকেও সংবাদমাধ্যমে সেই কথাই জানানো হয়েছে।

এদিকে এয়ারটেল স্পেকট্রাম দেনা মিটিয়ে কিছুটা ভারমুক্ত হলেও এক্ষেত্রে Reliance Jio ঠিক কিভাবে এগোতে পারে তা এখনই বলা যাবেনা। বিশেষত ইতিপূর্বে সম্পন্ন 5G স্পেকট্রাম নিলাম থেকে তাদের স্পেকট্রাম অধিগ্রহণের পরিমাণ এয়ারটেলের তুলনায় অনেকখানি বেশি হওয়ায় (৮৮,০০০ কোটি টাকা) তাদের পরিশোধযোগ্য টাকার অঙ্কও অনেক বেশি হবে। ফলে 5G রোলআউটের প্রতিযোগিতায় Airtel -এর পাশাপাশি তারা ঠিক কতখানি ভাবনামুক্ত থাকতে পারে তা সময়ই বলবে।