Redmi K50 Ultra নজরকাড়া লুকিং ও 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, সাথে এল চ্যাম্পিয়ান এডিশন

Xiaomi অবশেষে আজ চীনে Redmi K50 Ultra ফোনটি লঞ্চ করল। এটি মিড রেঞ্জে এসেছে। নতুন এই K50 সিরিজের ফোনকে দেখতে Xiaomi 12/12S লাইনআপের মতো। তবে ফোনটিতে বেশকিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। Redmi K50 Ultra ফোনে পাওয়া যাবে ১২ বিট ওলেড (OLED) ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। আবার এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আসুন Redmi K50 Ultra ফোনের দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

রেডমি কে৫০ আল্ট্রা দাম (Redmi K50 Ultra Price)

রেডমি কে৫০ আল্ট্রা চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এগুলি হল ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ২৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৪০০ টাকা), ৩২৯৯ ইউয়ান (প্রায় ৩৯,০০০ টাকা), ৩৫৯৯ ইউয়ান (প্রায় ৪২,৫০০ টাকা) ও ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,২০০ টাকা)। এর একটি চ্যাম্পিয়ান এডিশন (Redmi K50 Ultra Champion Edition) আছে, যার ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৬০০ টাকা)।

রেডমি কে৫০ আল্ট্রা ব্ল্যাক, ব্লু ও সিলভার কালারে পাওয়া যাবে। আজ থেকেই ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী ১৬ আগস্ট থেকে এর সেল শুরু হবে।

রেডমি কে৫০ আল্ট্রা স্পেসিফিকেশন, ফিচার (Redmi K50 Ultra Specifications, Features)

রেডমি কে৫০ আল্ট্রা ফোনে আছে ৬.৭ ইঞ্চি পাঞ্চ হোল ১২ বিট ওলেড ডিসপ্লে, যা ২৭১২ x ১২২০ পিক্সেল রেজোলিউশন, ৪৪৬ পিপিআই পিক্সেল ডেন্সিটি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই স্ক্রিন ডলবি ভিশন, এইচডিআই ১০ প্লাস, অ্যাডাপ্টিভ এইচডিআর সাপোর্ট করে। আবার এটি লো ফাটিগ সার্টিফিকেশন সহ এসেছে।

পারফরম্যান্সের জন্য রেডমি কে৫০ আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে দেওয়া হয়েছে ভিসি লিকুইড কুলিং সিস্টেম। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে।

Redmi K50 Ultra ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ইউনিট, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K50 Ultra ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, এনএফসি, আইপি৫৩ রেটিং, ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত স্টেরিও স্পিকার।