ফের জীবনদাতার ভূমিকায় অবতীর্ণ Apple iPhone, ৪০০ ফুট গভীর খাদে পড়ে বাঁচল ইউজারের প্রাণ

সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় ৪০০ ফুট গভীর খাদে পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি, সাথে থাকা আইফোনের কারণেই বেঁচেছে তার প্রাণ।

Apple iPhone যেমন প্রিমিয়াম ফিচার বা পারফরম্যান্সের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়, তেমনই ইউজারদের দুর্ঘটনা এড়ানোর (পড়ুন বিপদে জীবনরক্ষার) প্রসঙ্গেও এই স্মার্টফোন মডেলগুলি অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। সাথে কোনো একটি iPhone মডেল থাকায় অসুস্থতা বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে ইউজারের প্রাণ বেঁচেছে – এমন খবর আমরা আকছার শুনে থাকি। সেক্ষেত্রে এবার আরও একবার এই ভূমিকা পালন করেছে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত হ্যান্ডসেট। সম্প্রতি ৪০০ ফুট গভীর খাদে পড়ে যাওয়া এক ব্যক্তির জীবন রক্ষা পেয়েছে তার কাছে iPhone 14 মডেল থাকার জন্যে। হ্যাঁ, ঠিকই পড়েছেন!

গাড়ির দুর্ঘটনায় গভীর খাদে ইউজার, প্রাণ বাঁচালো iPhone

এই আশ্চর্যজনক ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে ঘটেছে। রিপোর্ট অনুযায়ী, মাউন্ট উইলসন এলাকায় এক ব্যক্তির গাড়ি কোনোভাবে দুর্ঘটনা কবলিত হয়ে ৪০০ ফুট গভীর খাদে পড়ে যায়। তবে সঙ্গে থাকা লেটেস্ট আইফোন ১৪ মডেলের ক্র্যাশ ডিটেকশন এবং এমার্জেন্সি এসওএস (SOS) ফিচারের কারণে তিনি এ যাত্রা বেঁচে ফিরেছেন।

আসলে আইফোনে বিদ্যমান ক্র্যাশ ডিটেকশন ফিচার স্বয়ংক্রিয়ভাবে গাড়িতে গুরুতর দুর্ঘটনা ঘটেছে কিনা শনাক্ত করতে পারে, ফলে লস অ্যাঞ্জেলেসের ওই ব্যক্তির বিপদের খবর চাপা থাকেনি। আবার এই ঘটনায় যে এলাকায় গাড়িটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কোনো সেলুলার বা ওয়াই-ফাই (Wi-Fi) কভারেজ না থাকলেও স্যাটেলাইট কানেকশনের কারণে জরুরি মেসেজ চলে গেছে।

iPhone-এর সাহায্য না পেলে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া কঠিন হত

আইফোন ১৪-র জরুরি ফিচারের কারণে বিপদের খবরের পাশাপাশি সুনির্দিষ্ট অবস্থানের তথ্য এবং আপডেট পাওয়ায় সহজেই উদ্ধারকারী দল খাদে পড়া ব্যক্তিটিকে খুঁজে পায়। উদ্ধারকারী দলের অন্যতম নেতা স্টিভ গোল্ডসওয়ার্দি এই বিষয়ে বলেছেন যে, আইফোনের সাহায্য ছাড়া ওই গভীরতা থেকে ভিক্টিমকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হতো। আর তিনি যে জায়গায় ফেঁসে গিয়েছিলেন, সময়মতো সেখান থেকে উদ্ধার না করা হলে হয়তো তিনি প্রাণ হারাতেন। ওই ব্যক্তি গুরুতর চোট পেয়েছেন বলেও জানা গিয়েছে। সবমিলিয়ে এই ঘটনাটি যে স্মার্টফোন তথা আইফোন ব্যবহারের ক্ষেত্রে আরও একটি বিস্ময়কর নজির সৃষ্টি করেছে তাতে কোনো সন্দেহ নেই!