ডুয়েল সেলফি ক্যামেরার সাথে Vivo V23 Pro নতুন বছরের শুরুতে আসছে, ছবি সহ দেখা গেল Google Play Console-এ

ভিভো গত নভেম্বর Vivo V23 সিরিজের অধীনে Vivo V23e ফোনটি লঞ্চ করে। এরপর জানা যায়, এই সিরিজের অধীনে আরও দুটি ফোন Vivo V23 ও Vivo V23 Pro আগামী বছরের প্রথমদিকেই এশিয়া মহাদেশের বিভিন্ন মার্কেটে আত্মপ্রকাশ করবে। সব কিছু ঠিকঠাক থাকলে Vivo V23 Pro স্মার্টফোনটি ২০২২- এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভারতের বাজারে পা রাখতে পারে। এছাড়াও সাম্প্রতিক আরও এক রিপোর্টে দাবি করা হয়েছে, Vivo V23 Pro ফোনের মডেল নম্বর V2132। এখন Vivo V23 সিরিজের ‘Pro’ মডেলটিকে দেখতে পাওয়া গেল গুগল প্লে কনসোলে ( Google Play Console)। সেখান থেকে এই ফোনের ডিজাইন ও প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। Vivo V23 Pro ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর।

Vivo V23 Pro কে দেখা গেল Google Play Console-এ

গুগল প্লে কনসোলের লিস্টিং থেকে ভিভো ভি২৩ প্রো ফোনের ফ্রন্ট ডিজাইন সন্বন্ধে ধারণা করা যাচ্ছে। ভিভোর এই নতুন ফোনে AMOLED প্যানেল থাকতে পারে। ডিসপ্লের ডিজাইন হতে পারে ওয়াইড নচ। এর ভিতরে ডুয়েল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকতে পারে। স্ক্রিনের ডান ও বাঁদিকের ধারে কার্ভড ডিজাইন দেখা যেতে পারে। ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি পাওয়ার বাটনে বা ডিসপ্লের মধ্যে এম্বেড করা থাকতে পারে।

এবার আসা যাক এই ফোনের স্পেসিফিকেশনের প্রসঙ্গে। লিস্টিং থেকে আরও জানা গেছে, Vivo V23 Pro ফোনে দেখা যেতে পারে ফুল এইচডি+ ( ১,০৮০× ২,৩৭৬ পিক্সেল) ডিসপ্লে। ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম স্কিনে। এছাড়া Vivo V23 Pro ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। ভিভোর এই ফোনটি ৮ জিবি র‍্যাম সহ বাজারে আসতে পারে।

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছিল, Vivo V23 Pro ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। এই ফোনে কালার চেঞ্জিং রিয়ার প্যানেল দেখতে পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, Vivo V23 Pro ফোনের যে সমস্ত স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে, সেগুলির সঙ্গে মিল রয়েছে ভিভোর আরও একটি আসন্ন ফোন Vivo S12 Pro- এর। এই স্মার্টফোনটি আগামীকাল চীনের বাজারে লঞ্চ হওয়ার কথা। Vivo S12 Pro ফোনে দেখা যেতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া ফোনের সামনে ডুয়েল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইউনিট দেওয়া হতে পারে। ইউনিটের ভেতর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর। Vivo S12 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ব্যাটারি।