সুখবর, বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট ডেটা দিচ্ছে BSNL, মানতে হবে এই শর্ত

আরো বেশি নতুন গ্রাহক নিজেদের পরিষেবার আওতায় টেনে আনতে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এবার এক অভিনব উদ্যোগ গ্রহণের পথে হাঁটলো। সম্প্রতি তারা নির্বাচিত গ্রাহকদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট ডেটা বিতরণের কথা ঘোষণা করেছে! অবশ্য যে কেউ নন, বরং নতুন BSNL গ্রাহকেরাই একমাত্র আলোচ্য অফারের সুযোগ নিতে পারবেন। এজন্য আগ্রহীদের চলতি জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে অন্য কোনো নেটওয়ার্ক থেকে BSNL কানেকশনে নম্বর পোর্ট করতে হবে। এছাড়া আনুষঙ্গিক আরো কিছু শর্ত পূরণ করলেই নতুন গ্রাহক বিনিপয়সায় ৫ জিবি ডেটা খরচের সুবিধা পাবেন।

BSNL-এর ৫ জিবি ডেটা পাওয়ার নিয়ম ও শর্তাবলি দেখে নিন

গ্রাহক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে গৃহীত বিএসএনএল এর নতুন অফারটি ‘SwitchtoBSNL’ প্রচারাভিযানের একটি অংশ হিসেবে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে ফ্রি ডেটা সংগ্রহে আগ্রহীকে যে অন্য নেটওয়ার্ক থেকে বিএসএনএল নম্বরে কানেকশন পোর্ট করতে হবে। তাছাড়া একইসাথে নতুন গ্রাহককে আলোচ্য প্রচারাভিযান সংক্রান্ত প্রতিটি বিএসএনএল পোস্ট শেয়ার/রিটুইট করতে হবে। আর সেজন্যে ফেসবুকের অফিসিয়াল বিএসএনএল পেজ (@bsnlcorporate) ফলো/লাইক করা তার পক্ষে বাধ্যতামূলক। একইভাবে তাকে বিএসএনএলের স্বীকৃত টুইটার হ্যান্ডল (@BSNLcorporate) ফলো করতে হবে।

উপরোক্ত শর্তগুলি পালনের পর Twitter/Facebook মাধ্যমে নিজেদের এন্ট্রি দাখিল করার সময় গ্রাহক ‘switchtoBSNL’ হ্যাশট্যাগ (#switchtoBSNL) ব্যবহার করবেন। এক্ষেত্রে হ্যাশট্যাগ সহ তাকে বিএসএনএল কানেকশন বেছে নেওয়ার কারণ উল্লেখ করতে হবে। কাজটি সম্পন্ন হলে গ্রাহক এখানে সংস্থাকে (BSNL) ট্যাগ করবেন।

এখানেই শেষ নয়, বরং এরপরেও নতুন গ্রাহকের জন্য বেশ কিছু কাজ বাকি থাকছে। এবার তাকে হ্যাশট্যাগ সহ করা পোস্ট/টুইটের স্ক্রিনশট নিয়ে তা বিএসএনএল কর্তৃপক্ষকে পাঠিয়ে দিতে হবে। ডিরেক্ট মেসেজ বা হোয়াটসঅ্যাপের (৯৪৫৭০৮৬০২৪) মাধ্যমে নিজের নম্বর থেকে গ্রাহকেরা এই কাজ করতে পারেন।

সঠিকভাবে সমস্ত নিয়মগুলি অনুসরণের পর কোম্পানির দ্বারা নির্বাচিত হলে নতুন গ্রাহক বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এক্ষেত্রে BSNL নিজেই বিজেতাদের নির্বাচন করবে। তবে পরিশেষে আর একবার মনে করিয়ে দিই যে, ১৫ই জানুয়ারির পরে BSNL কানেকশনে নম্বর পোর্ট করলে আলোচ্য অফারটি প্রযোজ্য হবে না।