বড় ধামাকার জন্য তৈরি থাকুন, দুর্দান্ত ফিচার্স নিয়ে Vivo T3 5G লঞ্চ হচ্ছে 21 মার্চ

ভারতে গত কয়েকদিন ধরে Vivo T3 5G লঞ্চের জন্য প্রোমোশনাল টিজার প্রকাশ করছে ভিভো। যদিও এই টিজারগুলিতে ফোনটির নির্দিষ্ট লঞ্চের তারিখ উল্লেখ করা হয়নি। তবে ব্র্যান্ডটি আজ অবশেষে Vivo T3 5G-এর আগমনের তারিখটি নিশ্চিত করলো। এই মিড-রেঞ্জের 5G ফোনটি আগামী সপ্তাহেই ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। ডিভাইসটি লঞ্চের পর ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে কেনার জন্য উপলব্ধ হবে বলে ঘোষণা করেছে ভিভো।

ভারতে Vivo T3 5G-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হল

ভিভো ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানিয়েছে যে, ভিভো টি৩ ৫জি ফোনটি আগামী ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে। লঞ্চের তারিখ নিশ্চিত করা ছাড়াও, কোম্পানি ফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের ডিজাইনটি প্রকাশ করেছে। টি৩ ৫জি-এর সামনের দিকে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে এবং এর পিছনের প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যা দুটি ক্যামেরা, একটি ফ্লিকার সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশের সমন্বয়ে গঠিত বলে মনে করা হচ্ছে।

ভিভো নিশ্চিত করেছে যে, ভিভো টি৩ ৫জি ডুয়েল স্পিকার অফার করবে। স্মার্টফোনটির অন্যান্য বিবরণ এখনও নিশ্চিত করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে ডিভাইসটি অনেকাংশে ভিভোর সহযোগী ব্র্যান্ড আইকোর সদ্য উন্মোচিত আইকো জেড৯ ৫জি মডেলটির মতো হতে পারে। আসুন তাহলে ভিভো টি৩ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Vivo T3 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Vivo T3 5G-তে ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে, যা ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট অফার করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেট ব্যবহৃত হবে, যা ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি / ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ (FunTouch OS 14) সফ্টওয়্যার স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য, Vivo T3-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল-ক্যামেরা সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনে একই ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। নিরাপত্তার জন্য, এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo T3-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে৷ ফোনটি প্রায় ২০,০০০ টাকা দামে ক্রিস্টাল ফ্লেক এবং কসমিক ব্লু কালার অপশনে পাওয়া যেতে পারে।