Redmi K50 Gaming Edition: রেডমির নতুন গেমিং স্মার্টফোন পাওয়ারফুল ভাইব্রেশন মোটর ও ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ আসছে

redmi-k50-gaming-edition-to-feature-powerful-vibration-motors-and-snapdragon-8-gen-1-processor

Xiaomi 12 সিরিজের হাত ধরে ইতিমধ্যেই নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার যাত্রায় কিছুটা এগিয়ে গিয়েছে শাওমি। এবার সংস্থাটির সাব ব্র্যান্ড রেডমির পালা। Redmi K50 ফ্ল্যাগশিপ সিরিজের হ্যান্ডসেট সামনের মাসে বা মার্চে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। আবার সবচেয়ে বেশি হৈচৈ চলছে Redmi K50 Gaming Edition-কে ঘিরে। যা ই-স্পোর্টসের উপরে ফোকাস করবে বলে শোনা যাচ্ছে। এখন জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Redmi K50 Gaming Edition সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এনেছে।

টিপস্টারের ওয়েইবো (টুইটারের মতো চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট থেকে জানা গিয়েছে যে Redmi K50 Gaming এডিশন Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাথে আসবে। সেক্ষেত্রে দাম হবে বেশি। পাওয়ারফুল চিপসেটের পাশাপাশি এতে AAC 1016 আল্ট্রা-ওয়াইডব্যান্ড এক্স-অ্যাক্সিস মোটর থাকবে। যা বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সবচেয়ে শক্তিশালী ভাইব্রেশন মোটর হিসেবে পরিচিত।

এছাড়াও পূর্বে জানা গিয়েছিল যে Redmi K50 Gaming Edition স্মার্টফোনে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন ও ডুয়াল ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হবে। দীর্ঘক্ষণ ধরে গেম খেললেও এই প্রিমিয়াম হিট ডিসিপেশন সিস্টেম ফোনকে ঠান্ডা রাখে। ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি। যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Redmi K50 Gaming Edition-এ ট্রিগার কী-ও দেখা যেতে পারে।

Redmi K50 Gaming Edition-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ ওলেড ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ৪৮ মেগাপিক্সেল বা ৬৪ মেগাপিক্সেল (মেইন) + ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ।

গেম খেলতে এখানে ক্লিক করুন

টেকগাপের মেম্বাররা ও সদ্য যোগ দেওয়া লেখকরা এই প্রোফাইলের মাধ্যমে টেকনোলজির সমস্ত রকম খুঁটিনাটি আপনাদের সামনে আনে।