২৭ অক্টোবর লঞ্চ হতে পারে Redmi K30S, ফাঁস হল সমস্ত ফিচার

অনুমান সত্যি হতে কেবল কোম্পানির ঘোষণার অপেক্ষা। কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম, আগামী ২৭ অক্টোবর চীনে লঞ্চ হবে Redmi K30S ফোনটি। এমনকি ফোনটির দাম অনুমানের থেকেও অনেক কম হবে বলে কয়েকজন টিপ্সটার দাবি করেছিলেন। খোদ রেডমির জেনারেল ম্যানেজার Lu Weibingও এই ফোনের টিজার সামনে এনেছিলেন। আজ চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo তেও এই ফোনের কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে রেডমি কে৩০এস ফোনটির লঞ্চ ডেট ২৭ অক্টোবর বলে দাবি করা হচ্ছে। এমনকি ছবিগুলি থেকে Redmi K30S এর স্পেসিফিকেশনও জানা গেছে।

উইবো তে প্রকাশিত পোস্টে Redmi K30S-এর যে ছবিগুলি সামনে এসেছে তা থেকে স্পষ্ট, এই নতুন ডিভাইসটি সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Mi 10T এর রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। Redmi K30S-এর মূল ফিচারগুলির হল – স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন এক নজরে দেখে নিই এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশনগুলি।

Redmi K30S-এর স্পেসিফিকেশন

TENAA সার্টিফিকেশন থেকে জানা গেছে, Redmi K30S-এর এবং Mi 10T ফোনের স্পেসিফিকেশনগুলি অভিন্ন। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং পিক্সেল রেজোলিউশন হবে ১০৮০ x ২৪০০। এটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম বেসড MIUI 12 কাস্টম স্কিনে চলবে। এছাড়া থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রসেসরের কথা বললে, এতে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিড এবং স্ন্যাপড্রাগন চিপসেটযুক্ত ৮৬৫ অক্টা-কোর প্রসেসর থাকবে। এতে ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত তিনটি ভ্যারিয়েন্ট দেখা যাবে। তবে এতে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডব্যবহার করা যাবেনা।

অন্যদিকে, সেলফি তোলার জন্য এটিতে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। আবার পিছনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল প্রাইমারী শুটার, ১৩ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর) সেটআপ। এছাড়া দেওয়া হবে ৫,০০০ এমএএইচের ব্যাটারি, যার সাথে ৩৩ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মনে করা হচ্ছে, এটি সিলভার এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।