মার্চের আগে ভারতে ফেরার সম্ভাবনা নেই পাবজি মোবাইলের, সায় নেই এনসিপিসিআর-ও

আপনি যদি PUBG Mobile ফ্যান হন তাহলে আপনার জন্য খারাপ খবর। নতুন বছরের শুরুতেও এই জনপ্রিয় ব্যাটেল-রয়্যাল গেমটি ভারতে উপলব্ধ হচ্ছেনা। এমনকি ভবিষ্যতেও পাবজি মোবাইল ভারতে ফিরবে কিনা সে নিয়েও নিশ্চিত কোনো খবর নেই। যদিও গত ৩০ দিন ধরে ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় বা MeitY এর আধিকারিকদের সাথে বৈঠকে বসার সবরকম চেষ্টা করেছিল পাবজি মোবাইল কর্তৃপক্ষ। কিন্তু মন্ত্রকের পক্ষে কোনো রকম সাড়া দেওয়া হয়নি।

InsideSport এর রিপোর্ট অনুযায়ী, কয়েকমাসের মধ্যে ভারতে ফেরা সম্ভব নয় পাবজি মোবাইলের। সমাধান সূত্র বার করতে আরও সময় লাগবে বিশ্বের এই জনপ্রিয় গেমটির। কারণ খুব কম সময়ের মধ্যে PUBG Mobile এর সাথে বৈঠকে বসার সম্ভাবনা নেই MeitY এর। আগামী বছরের মার্চের মধ্যে পাবজি মোবাইলের ভারতে ফেরার আশা ক্ষীণ বলেই রিপোর্টে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত ভারতে ব্যান হওয়া সমস্ত অ্যাপকে পুনরায় ফেরার জন্য MeitY এর অনুমতি বাধ্যতামূলক। সেক্ষেত্রে পাবজি মোবাইল বা টিকটক, অন্য কোম্পানি বা নাম বদল করে এলেও ছাড় পাবে না। যেকারণে ভারতের সহায়ক সংস্থা হিসেবে নিবন্ধিত হলেও, পাবজি মোবাইল এখনও রি-লঞ্চের বিষয়ে নিশ্চিত খবর দিতে পারেনি।

প্রসঙ্গত কোনো ব্যক্তি বা ব্যবসায়ী সংস্থাকে ভারতে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে হলে তাদের প্যান কার্ড বা একটি জিএসটি নম্বর থাকা দরকার। পাবজি মোবাইল ইন্ডিয়ার কাছে এখনও পর্যন্ত এই ধরণের কোনো নথি নেই। তাই যেসব PUBG Mobile ফ্যান অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন জানুয়ারিতে গেমটির প্রত্যাবর্তনের জন্য, তাদের অপেক্ষা তো দীর্ঘায়িত হল-ই, সাথে অনিশ্চয়তার কালো মেঘও উঁকি দিতে শুরু করেছে। কারণ The Telegraph এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন (এনসিপিসিআর)-ও দেশে পাবজি মোবাইলকে অনুমতি দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে না বলেই মনে করছে।