Qualcomm ও MediaTek-এর ওপর নির্ভরতা কমাতে নিজস্ব 5G চিপসেট লঞ্চের পরিকল্পনা Oppo ও Xiaomi-র

স্মার্টফোন ভিত্তিক চিপসেটের জন্য আমেরিকার Qualcomm ও তাইওয়ানের MediaTek এর ওপর সমস্ত OEM (Original Equipment Manufacturer) সংস্থাগুলির নির্ভরতা নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। বছরে যতগুলি স্মার্টফোন লঞ্চ হয়ে থাকে, তার মধ্যে সিংহভাগ মডেলেই মিডিয়াটেক ও কোয়ালকমের চিপ ব্যবহার হয়ে থাকে। তবে লেটেস্ট রিপোর্ট বলছে, এই নির্ভরতা কমানোর লক্ষ্যে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলি নিজস্ব মোবাইল প্রসেসর লঞ্চ করার ওপর কাজ করছে।

Digitimes এর রিপোর্ট অনুসারে এই তালিকায় রয়েছে অপ্পো ও শাওমি-র মতো চীনা স্মার্টফোন জায়েন্টের নাম, যারা নতুন 5G চিপসেট বিকাশ করার জন্য কাজ করে চলেছে। খবরটি এমন সময়ে সামনে এসেছে, যখন বিশ্বজুড়ে চিপের আকাল দেখা দেওয়ায় স্মার্টফোন বলুন বা অন্যান্য শিল্প, সর্বত্র বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ চিপ ঘাটতির সমস্যায় জেরবার হয়ে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টের জন্য সেমিকন্ডাক্টর সরবরাহ করতে হিমশিম খাচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, এনওআর ফ্ল্যাশ চিপ নির্মাতারা জানিয়েছেন, তাদের বেশিরভাগ ক্লায়েন্টরা দীর্ঘমেযাদি সরবরাহের চুক্তিতে যেতে চাইছে। একইভাবে, এমসিইউ ক্লায়েন্টদের চাহিদা ব্যাকএন্ড সংস্থাগুলিতেও প্রবল। ASE Technolgy, Greatek Electronics, Lingsen Precision Industry এবং Orient Semiconducter Electronics সহ ব্যাকইন্ড কোম্পানিগুলি এখনও মাইক্রোকন্ট্রোলার ইউননিটের ব্যাপক চাহিদা প্রত্যক্ষ করছে। যেগুলি কনজিউমার ইলেকট্রনিক্স প্রোডাক্ট, মেডিক্যাল কেয়ার, এমনকি অটোমোটিভ ইলেকট্রনিক্সেও ব্যবহৃত হয়।

অন্যদিকে তাইওয়ানের ইন্ডাস্ট্রি সূত্র বলছে, মিডিয়াটেক ও কোয়ালকমকে টেক্কা দেওয়ার জন্য ২০২১ এর শেষে বা ২০২২ এর প্রথমে শাওমি ও অপ্পো নিজস্ব সাব-৬ গিগাহার্টজ ৫জি চিপের ঘোষণা করতে পারে। ফলে এই দুই সংস্থা ইউনিসোকের মতো অন্যান্য ফ্যাবলেস চিপ মেকারদের তালিকায় নিজের নাম অর্ন্তভুক্ত করবে। বলে রাখি, ফ্যাবলেস চিপ মেকাররা নিজেরা চিপ ডিজাইন করলেও সেগুলি উৎপাদনের বরাত অন্য সংস্থাকে দিয়ে থাকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন