Jio 5G vs Airtel 5G Speed: জিওর কাছে পাত্তা পাচ্ছে না এয়ারটেল, ১৫ গুন পর্যন্ত স্পিডের ফারাক

ভারতের প্রথমসারির টেলিকম সংস্থা Bharti Airtel এবং Reliance Jio চলতি মাসের প্রথমার্ধ থেকেই 5G নেটওয়ার্ক রোলআউট করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যার মধ্যে সুনীল ভারতী মিত্তল মালিকাধীন Bharti Airtel ইতিমধ্যেই দিল্লি, মুম্বাই, বারাণসী, ব্যাঙ্গালোর, গুরুগ্রাম, কলকাতা, হায়দরাবাদ এবং চেন্নাই – এই আটটি শহরে তাদের 5G Plus পরিষেবা চালু করেছে। অন্যদিকে মুকেশ আম্বানির সংস্থাটি দীপাবলি উপলক্ষে আগামী ২৪শে অক্টোবর থেকে এদেশে ৫তম ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক চালু করার ঘোষণা করেছে। যদিও সংস্থাটি তাদের 5G Welcome Offer -এর অধীনে ইতিমধ্যেই দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী বাসীদের জন্য True 5G পরিষেবা রোল আউট করেছে। তবে আলোচ্য পরিষেবার সুবিধা সমস্ত Jio ব্যবহারকারীরা অবিলম্বে পাবেন না, কারণ এই মুহূর্তে সংস্থাটি নির্বাচিত কিছু গ্রাহকদের সাথে 5G বিটা-টেস্টিং পরিচালনা করছে।

প্রসঙ্গত, Jio এই মুহূর্তে 5G Welcome Offer -এর অধীনে বিটা-টেস্টিংয়ে অংশগ্রহণকারী নির্বাচিত কিছু গ্রাহকদের ১ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। এক্ষেত্রে, এই পরীক্ষাটি চলাকালীন ভারতের বিভিন্ন শহরে উপলব্ধ 5G স্পিড সম্পর্কিত তথ্য সামনে এসেছে। Ookla স্পিডটেস্ট ইন্টেলিজেন্সের লেটেস্ট রিপোর্ট অনুসারে, ভারতে উপলব্ধ 5G পরিষেবাগুলির সাথে সর্বোচ্চ ৮০৯.৯৪ এমবিপিএস ডাউনলোড স্পিড পাওয়া যাবে। তবে অপারেটররা এখনও এই নব্য প্রজন্মের নেটওয়ার্ক রোল আউট করার কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তাই এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর আরও অধিক স্পিডের সাথে ইন্টারনেট সার্ভ করা যাবে, এমনটাই আশা করছি আমরা। প্রসঙ্গত, Jio এবং Airtel তাদের 5G পরিষেবাকে যে শহরগুলিতে উপলব্ধ করেছে সেখানকার ইন্টারনেট স্পিড সম্পর্কিত ডেটা প্রকাশ করা হয়েছে সম্প্রতি৷ চলুন এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক এবার…

Airtel 5G Plus vs Jio True 5G স্পিডে কে কোথায়

Ookla এমন চারটি শহরে এয়ারটেল এবং রিলায়েন্স জিও সংস্থার রোলআউট করা ৫জি নেটওয়ার্কের স্পিডের তুলনা করেছে, যেখানে উভয় টেলিকম সংস্থার গ্রাহকেরা ৫জি পরিষেবা পেতে শুরু করেছে। এই শহরগুলি হল – দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী। চলুন উল্লেখিত শহরগুলিতে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের মধ্যে কে অধিক ভাল ৫জি স্পিড অফার করছে তা দেখে নেওয়া যাক।

দিল্লি : এয়ারটেল দেশের রাজধানীতে ১৯৭.৯৮ এমবিপিএস ডাউনলোড স্পিড দিচ্ছে৷ তুলনায়, রিলায়েন্স জিও দিল্লিতে অফার করছে ৫৯৮.৫৮ এমবিপিএস ৫জি স্পিড।

কলকাতা : কলকাতা বাসীরা এয়ারটেলের ৫জি প্লাস পরিষেবা ব্যবহার করে ৩৩.৮৩ এমবিপিএস ডাউনলোড স্পিড পাচ্ছেন। অন্যদিকে, জিও কলকাতায় প্রায় ১৫গুন বেশি অর্থাৎ ৪৮২.০২ এমবিপিএস ডাউনলোড স্পিড দিচ্ছে।

মুম্বাই : ভারতী এয়ারটেল মুম্বাইতে ২৭১.০৭ এমবিপিএস ৫জি মিডিয়ান ডাউনলোড স্পিড স্কোর করেছে। আর প্রতিদ্বন্দ্বি সংস্থা জিও মুম্বাইতে ৫১৫.৩৮ এমবিপিএস ডাউনলোড স্পিড দিচ্ছে।

বারাণসী : এয়ারটেল আনীত ৫জি প্লাস নেটওয়ার্কের সাথে বারাণসী নিবাসীরা ৫১৬.৫৭এমবিপিএস ডাউনলোড স্পিড উপভোগ করছেন। অপরপক্ষে, রিলায়েন্স জিও প্রদত্ত ৫জি নেটওয়ার্ক ব্যবহারকারীরা পাচ্ছেন তুলনায় কম অর্থাৎ ৪৮৫.২২ এমবিপিএস ডাউনলোড স্পিড।