মার্ভেলপ্রেমীদের জন্য সুপারহিরো থিমে সাজিয়ে ফোন লঞ্চ করবে OnePlus, দেখলেই কিনতে ইচ্ছা করবে

অফিসিয়াল টিজার প্রকাশের পর, ওয়ানপ্লাস ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশেষ সংস্করণের ওয়ানপ্লাস ১০টি মডেলটি সম্পর্কে আরও তথ্য আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে রেড কেবল ক্লাব (Red Cable Club)-এর মাধ্যমে প্রকাশ করা হবে। তবে, এরই মধ্যে শপ ডিজনি ইন্ডিয়া ডিভাইসটিকে তাদের অনলাইন স্টোরে তালিকাভুক্ত করেছে এবং এটি সম্পর্কে সকল তথ্যই প্রকাশ করেছে। তালিকা অনুসারে, বিশেষ ওয়ানপ্লাস ১০টি মার্ভেল এডিশন বক্স-এ অন্তর্ভুক্ত থাকবে- ওয়ানপ্লাস ১০টি রিটেইল বক্স, ক্যাপ্টেন আমেরিকা পপ-সকেট, ব্ল্যাক প্যান্থার স্ট্যান্ড এবং আয়রন ম্যান কেস।

প্রসঙ্গত, প্যাকেজটিতে একটি প্রি-অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর সহ মুনস্টোন ব্ল্যাক কালারের ওয়ানপ্লাস ১০টি ফোনের ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অন্তর্ভুক্ত থাকবে। এতে ১৬০ ওয়াট সুপারভোক চার্জার, ইউএসবি টাইপ-সি কেবল, প্রোটেক্টিভ কেস এবং সিম ট্রে ইজেক্টর টুলের মতো রেগুলার বক্স সামগ্রীগুলিও মিলবে।

দামের ক্ষেত্রে, OnePlus 10T Marvel Edition Box-টি শপ ডিজনি ইন্ডিয়ার সাইটে ৫৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর রেগুলার ভ্যারিয়েন্টটিরও একই দাম। তাই মনে করা হচ্ছে, মার্ভেল-থিমযুক্ত প্যাকেজটি হয় সীমিত সংখ্যকই বাজারে আসবে অথবা কিছু প্রতিযোগিতার অংশ হিসেবে শুধুমাত্র রেড কেবল ক্লাবের সদস্যদের জন্য উপলব্ধ হবে। এই কারণেই সম্ভবত ওয়ানপ্লাস তাদের নিজস্ব চ্যানেলগুলির পরিবর্তে রেড কেবল ক্লাবের মাধ্যমে ফোনটির বিষয়ে ঘোষণা করবে বলে জানিয়েছে।

OnePlus 10T Marvel Edition

উল্লেখ্য, OnePlus 10T Marvel Edition Box ভারতের বাইরে অন্য বাজারে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে না। কেননা, ওয়ানপ্লাস এবং এর মূল কোম্পানি ওপ্পো- উভয়ই সাধারণত একটি দেশকেই লক্ষ্য করে তাদের বিশেষ সংস্করণের ডিভাইসগুলি উন্মোচন করে থাকে। উদাহরণস্বরূপ, ওপ্পো সম্প্রতি একটি ভারত-এক্সক্লুসিভ Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition লঞ্চ করেছে।