সেল শুরু, সবচেয়ে কম দামে 200 মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 12 Pro+ 5G ও Realme 11 Pro+ 5G

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ২০২৩ সেল (Flipkart Big Billion Days 2023 Sale) এখন সবার জন্য লাইভ হয়েছে। এই সময়ে আপনি যদি ফটোগ্রাফি বা ভ্লগিংয়ের শখ পূরণের জন্য ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত একটি ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে এই সেল আপনার ইচ্ছা পূরণ করবে। ভারতে উপলব্ধ জনপ্রিয় ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন এই সেলে বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এখানে আমরা আপনাকে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার দুটি 5G ফোনসম্পর্কে জানাবো, যেগুলো Flipkart Big Billion Days সেলে ১৫ হাজার টাকারও কম দামে পাওয়া যাচ্ছে।

Redmi Note 12 Pro+ 5G

রেডমির ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত Redmi Note 12 Pro+ 5G সেলে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। ফোনটির ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায় এবং ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ৩০,৯৯৯ টাকায়। লঞ্চের পর এটাই ডিভাইসটির সর্বনিম্ন দাম। এছাড়া সেলে উপলব্ধ অন্যান্য অফারগুলির সুবিধা নিয়ে এটি আরও কম দামে কেনা যাবে।

যেমন Redmi Note 12 Pro+ 5G এর উভয় মডেলে ব্যাংক অফারের লাভ ওঠাতে পারলে ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আবার এর ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে ১৭,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এই সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে আপনি এই ভ্যারিয়েন্টটি ১০,৯৪৯ টাকায় কিনতে পারবেন।

Realme 11 Pro+ 5G

Realme 11 Pro+ 5G ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটির ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ২৫,৯৯৯ টাকায়। আবার ফ্লিপকার্ট ১২,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। আর ফোনটির ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটি বিক্রি হচ্ছে ২৯,৯৯৯ টাকায় এবং এর সাথে ১৪,০৫০ টাকার এক্সচেঞ্জ বোনাস উপলব্ধ। আবার ব্যাঙ্ক অফারে ১,৫০০ টাকা ছাড় আছে।