Realme GT 2 Pro শীঘ্রই লঞ্চ হবে ভারতে, পেল BIS-এর ছাড়পত্র

চীনের পর এবার ভারতে পা রাখছে Realme GT 2 Pro৷ রিয়েলমি এ বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও, ব্যুরো অফ ইন্ডিয়ান সার্টিফিকেশন (বিআইএস) সে দিকেই ইঙ্গিত দিয়েছে। Realme GT সিরিজের লেটেস্ট হ্যান্ডসেটটি বিএআইএস-এর ছাড়পত্র পেয়েছে। অর্থাৎ Realme GT 2 Pro ভারতের বাজারে শীঘ্রই লঞ্চ হবে। উল্লেখ্য, এই ফ্ল্যাগশিপ গ্রেড স্মার্টফোনে কোয়ালকম’র লেটেস্ট ও এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 1 প্রসেসর রয়েছে।

Realme GT 2 Pro-র BSI লিস্টিং সবার প্রথমে ৯১মোবাইলস স্পট করেছিল। Realme RMX3301 মডেল নম্বরের সাথে ডিভাইসটি সেখানে তালিকাভুক্ত রয়েছে। এই মুহূর্তে এটুকু বলা যায়, Realme GT 2 Pro এখানে লঞ্চ হওয়ার সমস্ত সম্ভাবনা দেখা গেলেও, সেটা কবে তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, চীনে Realme GT 2 Pro-এর দাম শুরু ৩৮৯৯ ইউয়ান থেকে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৫,৬০০ টাকার সমান।

(রিয়েলমি জিটি ২ প্রো Specifications) Realme GT 2 Pro স্পেসিফিকেশনস

রিয়েলমি জিটি ২ প্রো-এ ৬.৭ ইঞ্চি 2K AMOLED LTPO ডিসপ্লে, রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। রিয়েলমি জিটি ২ প্রো অ্যান্ড্রয়েড ১২ নির্ভর রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে চলবে।

রিয়েলমি জিটি ২ প্রো-র ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে – ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ সেন্সর। সেল্ফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের৷ পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।