২৪ মে লঞ্চ হচ্ছে RedmiBook Pro 2022 Ryzen Edition, সাথে আসছে Redmi Note 11T সিরিজ

জনপ্রিয় প্রযুক্তি সংস্থার রেডমি গতকাল (২০ মে) ঘোষণা করেছে যে, তারা আসন্ন Redmi Note 11T স্মার্টফোন সিরিজের পাশাপাশি RedmiBook লাইনআপে অন্তর্ভুক্ত একটি নতুন ল্যাপটপও লঞ্চ করবে। ইতিমধ্যেই সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে, আগামী ২৪ এপ্রিল একটি লঞ্চ ইভেন্টে Note 11T সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। তবে এবার জানা গেল শুধু এই হ্যান্ডসেটগুলিই নয়, তার সাথে RedmiBook Pro 2022 Ryzen Edition নামের নয়া ল্যাপটপটিও বাজারে উন্মোচন করা হবে। ডিভাইসটির নাম দেখেই অনুমান করা যায়, এতে একটি AMD Ryzen প্রসেসর ব্যবহার করা হবে।

RedmiBook Pro 2022 Ryzen Edition বাজারে আসছে আগামী সপ্তাহেই

রেডমিবুক প্রো ২০২২ রাইজেন এডিশন-এ ব্যবহৃত এএমডি রাইজেন চিপটি লেটেস্ট রাইজেন ৬০০০ লাইনআপের একটি অংশ হবে এবং এটি একটি এইচ সিরিজের প্রসেসর হবে, যা হাই পারফরম্যান্স প্রদান করবে। যদিও রেডমি এখনও এই ল্যাপটপ সম্পর্কে কোনও বিশেষ বিবরণ প্রকাশ করেনি, তবে নিশ্চিত করেছে যে, এই ল্যাপটপে ১৪ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এছাড়াও, আশা করা যায়, এটিতে অন্তত ডিডিআর৪ র‍্যাম এবং এসএসডি স্টোরেজ মিলবে।

জানিয়ে রাখি, নতুন রাইজেন ৬০০০এইচ (Ryzen 6000H) সিরিজের প্রসেসরটি জেন ৩+ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যাতে আরডিএনএ ২ জিপিইউ আর্কিটেকচারও রয়েছে। এই প্রসেসরটি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করেও তৈরি করা হয়েছে। এছাড়া, নতুন রেডমিবুক প্রো ২০২২ রাইজেন এডিশন ল্যাপটপটি এর পূর্বসূরীর মতোই পাতলা এবং হালকা হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, রেডমিবুক প্রো সিরিজটি সাধারণত অ্যাপল ম্যাকবুকের মতো উচ্চ পর্যায়ের ডিভাইসগুলি অফার করে থাকে।

উল্লেখ্য, RedmiBook Pro 2022 Ryzen Edition-এ ধাতব ডিজাইন দেখা যাবে, যা যথেষ্টই পাতলা ও হালকা হবে এবং এটি প্রধানত পেশাদারদের উদ্দেশ্য করেই বাজারে আসবে। সংস্থা এবছরের রেডমিবুক প্রো রাইজেনের ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে সংস্করণটি বাজারে লঞ্চ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে যেহেতু আগামী ২৪ তারিখে এই ল্যাপটপটি Redmi Note 11T সিরিজের সাথে লঞ্চ হবে, তাই আশা করা যায়, আগামী কয়েক দিনের মধ্যেই ডিভাইসটির সম্পর্কে আরও তথ্য জনসমক্ষে আসবে।