Top 5 Cars: 6 লাখের কমে মধ্যবিত্তের চার চাকার স্বপ্নপূরণ, রইল সেরা 5 গাড়ির হদিশ

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা যেন দরজায় কড়া নাড়ছে। নতুন জামা-জুতোর পাশাপাশি একটি নতুন গাড়ি হলে বিষয়টা কিন্তু মন্দ হয় না। এই মুহূর্তে এসইউভি গাড়ি কেনার ট্রেন্ড থাকলেও ভারতের বাজারে কিন্তু মধ্যবিত্তের মন মতো হ্যাচব্যাক গাড়ির অভাব নেই। মারুতি সুজুকি থেকে শুরু করে টাটা মোটরস এর মত নির্মাতার ঝুলিতে রয়েছে বিভিন্ন ছোট গাড়ি। যাদের এক্স-শোরুম মূল্য ছয় লাখের কম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই প্রাইস সেগমেন্টে কোন গাড়িগুলি বেশি বিক্রি হচ্ছে।

Maruti Suzuki Swift

তালিকায় প্রথম স্থানে রয়েছে Maruti Suzuki Swift। আগস্টে মোট ১৮,৬৫৩ গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছে মারুতি সুজুকি সুইফট এর চাবি। যেখানে ২০২২ সালের একই সময়ে বিক্রি হয়েছিল ১১,২৭৫ ইউননিট। অর্থাৎ পরপর দুই বছরের আগস্টের নিরিখে সুইফট এর বিক্রি বেড়েছে ৬৫ শতাংশ। এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৫.৯৯ লাখ টাকা থেকে।

Maruti SuzuKi Baleno

দ্বিতীয় স্থানেই রয়েছে মারুতি সুজুকির Nexa মডেল Baleno। গত বছরের আগস্ট মাসে মারুতির এই প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়িটির ১৮,৪১৮ ইউনিট বিক্রি হলেও, গত মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৫১৬টি। মারুতি সুজুকি ব্যলেনো এর বেস মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৬.৬১ লাখ টাকা থেকে।

Maruti Suzuki WagonR

তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে টল হ্যাচব্যাক মডেল- WagonR। সংস্থার আগের দুটি গাড়ি গত বছরের বিক্রির নিরিখে অগ্রগতি লক্ষ্য করলেও এক্ষেত্রে খানিকটা পিছিয়ে ওয়াগনার। ২০২২ সালের আগস্টে এই গাড়িটির মোট ১৮,৩৯৮ ইউনিট বিক্রি করতে পেরেছিল মারুতি। গত মাসে সেই সংখ্যাটি ১৫% কমে হয়েছে ১৪,৫৭২ ইউনিট। বর্তমানে ৫.৫৪ লক্ষ টাকা (এক্স শোরুম) খরচ করেই হাতে মিলবে মারুতি সুজুকি ওয়াগনার এর চাবি।

Maruti Suzuki Alto

ছোট চেহারার গাড়ি হিসেবে দীর্ঘ কয়েক দশক ধরে দাপিয়ে বেড়ানো অল্টোর ৯৬০৩ ইউনিট আগস্টে বিক্রি করেছে মারুতি সুজুকি। এক্ষেত্রে গত বছরের আগস্ট মাসের তুলনায় চাহিদায় ৩৩ শতাংশ পতন লক্ষ্য করা যায়। অল্টোর বেস মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৩.৫৪ লাখ টাকা থেকে।

Tata Tiago

Tata Motors এর সবচেয়ে জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি হল Tiago। ২০২২ ও ২০২৩ সালের আগস্টে টাটা টিয়াগো যথাক্রমে ৭২০৮ এবং ৯৪৬৩ ইউনিট বিক্রি হয়েছে। অর্থাৎ গত মাসে আকর্ষণীয়ভাবে ৩১ শতাংশ বিক্রি বেড়েছে গাড়িটির। দাম শুরু হচ্ছে ৫.৬০ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে।