ব্রেকিং: শীঘ্রই Vodafone Idea চালু করছে 5G পরিষেবা? 5G রেডি সিম বিক্রি করতে শুরু করল সংস্থা

Vodafone Idea বা Vi নব্য প্রজন্মের 5G নেটওয়ার্ক নিয়ে বহুদিন ধরে কাজ করছে। ইতিমধ্যেই টেলিকম সংস্থাটি 5G নেটওয়ার্ক সম্পর্কিত পরীক্ষার ফলাফল প্রদর্শন করলেও, কতদিনের মধ্যে ৫তম সেলুলার মোবাইল নেটওয়ার্ক পরিষেবা চালু করবে সেই বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি। যেখানে কিনা Jio এবং Airtel একাধিক বড় শহরে তাদের 5G টাওয়ার ও পরিষেবা লঞ্চ করেছে। তবে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থা দুটির ন্যায় Vi -ও বর্তমানে 5G-এনাবল 4G সিম অফার করছে। ফলে বলতে দ্বিধা নেই যে, Vi দ্বারা 5G পরিষেবা চালু হওয়ার পর গ্রাহকদের হাই-স্পিড ইন্টারনেটের অভিজ্ঞতা লাভের জন্য তাদের বিদ্যমান 4G সিম কার্ড আপগ্রেড করতে হবে না। আর এই ভাবনাকে ‘স্লোগান’ করেই রবিন্দর টক্কর পরিচালিত টেলিকম সংস্থাটি বর্তমানে গ্রাহকদের 5G রেডি সিম অর্ডার করার অফার দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায় – Vi যদি শীঘ্রই 5G পরিষেবা চালু করতে না পারে তবে এই 5G-রেডি সিমটি কি সত্যিই গ্রাহকদের কোন কাজে লাগবে?

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়ার তরফে এখনও পর্যন্ত পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালু না করতে পারার অন্যতম মূল কারণ হল, প্রোমোটারদের সংস্থার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও বিশেষ সাহায্য না পাওয়াতে এই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এমত অবস্থায় শুধুমাত্র বাইরের বিনিয়োগকারীদের সাহায্যই সুরক্ষিত করতে পারে ভোডাফোন-আইডিয়ার ভবিষ্যৎ। যদিও সরকারের তরফ থেকে ইক্যুইটি কনভার্সন না ঘটা পর্যন্ত বাইরের ইনভেস্টাররাও আগ্রহ দেখাচ্ছে না। আর এতদিনে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে – যতক্ষণ সংস্থাটি ৫জি নেটওয়ার্ক পরিষেবা রোলআউট করছে এবং এই সংক্রান্ত কোনো নয়া বিজনেস প্ল্যানের সাথে অগ্রসর হচ্ছে ততক্ষন পর্যন্ত সরকার ইক্যুইটি কনভার্সন বা রূপান্তর নিয়ে কথা এগোবে না। কারণ সরকার চাইছে ভোডাফোন-আইডিয়ার প্রমোটাররা সংস্থায় নতুনভাবে পুঁজি বিনিয়োগ করা শুরু করুক।

এক্ষেত্রে প্রোমোটাররা যদি আগামী সময়ে বিনিয়োগ না করে, তবে শুধুমাত্র সরকারি অনুদান বা সাহায্য ভোডাফোন-আইডিয়ার অবস্থা খুব একটা উন্নত করতে পারবে না বলেই মত পোষণ করছেন বিশেষজ্ঞরা।

মূলত ভোডাফোন আইডিয়া বিগত কয়েক বছর ধরে আশানুরূপ প্রফিট তুলে আনতে না পারায় আদিত্য বিড়লা গ্রুপ (ABG) এবং ভোডাফোন ইউকে (UK) -এর মতো প্রোমোটাররা এই ব্যবসায় বিনিয়োগ করার কথা এইমুহূর্তে ভাবছে না। এদিকে টেলিকম সংস্থাটির পারফরম্যান্স মেট্রিক্স যেরূপ নিম্নগামী হয়েছে তা খুবই আশঙ্কাজনক। তাই যদি সময় মতো ৫জি পরিষেবা চালু না করতে পারে ভিআই, তবে এয়ারটেল এবং রিলায়েন্স জিও সংস্থা কাছে প্রচুর সংখ্যক গ্রাহক হারানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে।

Vi কতদিনে 5G পরিষেবা চালু করবে?

ভোডাফোন আইডিয়া সংস্থার বিবৃতি অনুসারে, যতক্ষণ না তাদের তহবিল বা ফান্ড সংক্রান্ত সমস্যাগুলি সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বিক্রেতাদের (ভেন্ডার) কাছ থেকে সরঞ্জাম অর্ডার করতে পারছে না। কেননা উক্ত টেলিকম সংস্থাটির ঘাড়ে ইতিমধ্যেই এতো ভারী ঋণের বোঝা চেপে গেছে যে, নতুন করে কোনো ভেন্ডার তাদের ক্রেডিট দিতে চাইছে না। ফলে ভোডাফোন আইডিয়া কবে নাগাদ ভারতে ৫জি পরিষেবা চালু করতে সক্ষম হবে সেই সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আর যেহেতু ৫জি আগমনের কোনো সুনির্দিষ্ট টাইমলাইন নেই, সেহেতু ৫জি-রেডি ৪জি সিম বিক্রি করার মার্কেটিং স্ট্র্যাটেজি ভোডাফোন-আইডিয়াকে কতটা লাভের মুখ দেখাবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।