Set Top Box ছাড়াই বিনামূল্যে দেখা যাবে TV, বাড়িতে লাগাতে হবে বিশেষ অ্যান্টেনা

মোদী সরকারের নতুন সিদ্ধান্ত: খুব শীঘ্রই সেট-টপ বক্স ছাড়া টিভিতে ফ্রি-তে দেখা যাবে দুইশত চ্যানেল।

বর্তমান সময়কে স্মার্ট টিভির যুগ বললেও বোধহয় ভুল হবেনা। কারণ এখন টিভি শুধুই নির্দিষ্ট চ্যানেল এবং শো দেখার বিষয়েই সীমাবদ্ধ নেই। বরঞ্চ এগুলিতে প্রচুর অত্যাধুনিক ফিচার মেলে; এমনকি এখনকার টিভিতে থাকে YouTube, Netflix, Amazon Prime-এর মত অনেক অ্যাপের অ্যাক্সেসও। কিন্তু তা সত্ত্বেও ভারতের বাজারে এমন প্রচুর মানুষ আছেন যারা টিভির পুরোনো আমেজ পেতে সেট-টপ বক্স ব্যবহার করেন। ফলে, ফ্রি-টু-এয়ার চ্যানেলের জন্য তাদের সেট-টপ বক্সের পেছনে মোটা টাকা খরচও করতে হয়। তবে আর কয়েকদিন পর এই নিয়ম বদলাতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে সম্প্রতি শোনা গিয়েছে যে, সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবার এমন একটি পরিকল্পনা নিয়ে আসছে যার ফলে কনসিউমাররা সেট-টপ বক্সের ঝামেলা থেকে অনেকখানি মুক্তি পাবেন। ঠিক কী প্ল্যানিং সরকারের? আসুন জেনে নিই এই বিষয়ে দু-চার কথা।

বিনামূল্যে দেখা যাবে ২০০টি চ্যানেল

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, এবার টিভিতে আগে থেকেই একটি ইনবিল্ট স্যাটেলাইট টিউনার থাকবে। আর এর জেরে দর্শকরা প্রায় ২০০টি চ্যানেল দেখতে পারবেন বিনামূল্যে – কোনো টাকা খরচ ছাড়াই। তবে মনে রাখবেন, এই সরকারি পরিকল্পনার বাস্তবায়ন হলে কিন্তু এর দরুন আপনারা কোনো বেসরকারী ডিটিএইচ সার্ভিসের চ্যানেল দেখতে পাবেননা। এর জন্য আগ্রহীদের একটি অ্যান্টেনা ইনস্টল করতে হবে, যাতে করে সিগন্যাল টিভিতে পৌঁছাতে পারে। এটুকু পড়ে আপনারা নিশ্চয়ই বাবা-কাকার সময়ের মানে দুই দশকেরও অনেক বেশি সময় আগের টিভি দেখার অবস্থার কথা মনে করছেন? সেক্ষেত্রে বলি, এই ভাবনা যে খুব একটা অমূলক তা নয়। অ্যান্টেনা, কেবল, সেট-টপ বক্স হয়ে স্মার্ট-অ্যান্ড্রয়েড ফিচার পাওয়ার পরেও আবার অতীতে ফিরে যাওয়া অবশ্যই চর্চার বিষয়।

সরকার কী বলছে?

এই বিষয়ে কথা বলতে গিয়ে অনুরাগ ঠাকুর আরও বলেছেন যে, দূরদর্শন (Durdarshan) ফ্রি ডিশ‌ে সাধারণ বিনোদন চ্যানেলের সংখ্যা আগের থেকে বেড়েছে। এই কারণে বেড়েছে দর্শকের সংখ্যাও। আর তাই স্মার্টফোন, ইন্টারনেটের এই যুগে টিভির গ্রহণযোগ্যতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর মতে, দূরদর্শন তার চ্যানেলগুলিকে অ্যানালগ ট্রান্সমিশন থেকে ডিজিটাল স্যাটেলাইট ট্রান্সমিশনে পরিবর্তন করছে। এবার, আগামীদিনে ইনবিল্ট টিউনার সহই টিভি বিক্রি করা যেতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ধরনের পণ্য যে আগে বাজারে আসেনি তা কিন্তু নয়। এরকম কিছু টিভি আগেই বাজারে এনেছে স্যামসাং (Samsung)। জনপ্রিয় সংস্থাটি, এয়ারটেলের সাথে হাত মিলিয়ে একসঙ্গে একটি টিভি চালু করেছে, যাতে ইউজারদের সেট-টপ বক্স ব্যবহার করতে হবেনা; বদলে তারা সরাসরি এন্টেনা থেকে এয়ারটেল ডিটিএইচ পরিষেবা ব্যবহার করতে পারবেন।