ঝুড়িঝুড়ি অফার, দুর্দান্ত ফিচারের Moto G42 আজ প্রথমবার কেনার সুযোগ

Motorola গত ৪ঠা জুলাই ভারতের বাজারে Moto G42 নামের একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল। আজ অর্থাৎ ১১ই জুলাই প্রতিশ্রুতি মতো এই হ্যান্ডসেটকে ই-কমার্স সাইট Flipkart এর মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। গত বছর ইউরোপ, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারে আত্মপ্রকাশ করা Moto G41 মডেলের উত্তরসূরি হিসাবে ফোনটি এসেছে। ফিচার হিসাবে এই নয়া ফোনে, FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। এছাড়া এই 4G হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেটের সাথে এসেছে। আর যাবতীয় ফিচার ও দামের নিরিখে মনে করা হচ্ছে যে, G-সিরিজের এই লেটেস্ট মডেলটি ভারতের বাজারে বিদ্যমান Redmi Note 11, Realme 9i, Vivo T1 44W এবং Poco M4 Pro ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Moto G42 দাম ও লঞ্চ অফার

ভারতে মোটো জি৪২ ফোনকে মাত্র ১৩,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এই বিক্রয় মূল্য মডেলটির ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আগ্রহীরা, আজ এই মুহূর্ত থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে উক্ত হ্যান্ডসেটকে কিনে নিতে পারবেন। এটিকে আটলান্টিক গ্রিন এবং মেটালিক রোজ কালার অপশনে বেছে নেওয়া যাবে।

লঞ্চ অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ফোনটি কেনার সময় ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া, জি৫ (Zee5) এর অ্যানুয়াল মেম্বারশীপের উপর ৫৪৯ টাকার ছাড় পাওয়া যাবে। ৯৯৯ টাকা মূল্যের বাইজুস (BYJU’S) লাইভ ক্লাসে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন গ্রাহকেরা। একই সাথে, ৫,৯৯৯ টাকা দামের Google Nest hub স্মার্ট স্পিকারকে মাত্র ৪,৯৯৯ টাকা এবং ৪,৪৯৯ টাকা দামের Google Nest mini ডিভাইসকে মাত্র ১,৯৯৯ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে।

Moto G42 স্পেসিফিকেশন

ডুয়েল-সিমের (ন্যানো) মোটো জি৪২ একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্ল সহ এসেছে। এই ডিসপ্লে, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, উক্ত ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। স্টোরেজ হিসাবে মোটোরোলার এই ফোনে, ৪ জিবি LPDDR4X র‍্যাম এবং ৬৪ জিবি uMCP মেমরি বর্তমান। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব।

ফটোগ্রাফির জন্য, Moto G42 স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ডেপ্থ শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এফ/২.২ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

জি-সিরিজ অন্তর্গত এই স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.০, এফএম রেডিও, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। অন্যদিকে, সেন্সর হিসাবে এতে – অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত। অডিওর ক্ষেত্রে, ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। আর নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Moto G42 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। ডিভাইসটি একক চার্জে ৩০ ঘণ্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ অফার করবে বলে দাবি করেছে মোটোরোলা। নবাগত এই হ্যান্ডসেট আইপি৫২ (IP52) রেটিং প্রাপ্ত জল-প্রতিরোধী বিল্ডের সাথে এসেছে। ফোনটির পরিমাপ ১৬০.৬১x৭৩.৪৭x৮.২৬ মিমি এবং ওজন ১৭৪.৫ গ্রাম।