২০০ মেগাপিক্সেল ক্যামেরার বাজারে এন্ট্রি Asus Zenfone 10 এর, লঞ্চের আগেই দেখে নিন আর কি চমক রয়েছে

Asus Zenfone 10 ডিভাইসের দাম ৭৪৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৬২,০০০ টাকা) থেকে শুরু হতে পারে

Asus বর্তমানে তাদের Zenfone-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আপকামিং Asus Zenfone 10 মডেলটিকে আগামী ২৯শে জুন লঞ্চ করা হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে সংস্থাটি। আজ ডিভাইসটির বেশ কয়েকটি কী-স্পেসিফিকেশন, ডিজাইন এবং কালার অপশন সংক্রান্ত তথ্যও ফাঁস হয়েছে। জানা গেছে, আলোচ্য Asus ফোনটি পাঞ্চ-হোল স্টাইলের ৫.৯-ইঞ্চির ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থন করবে।

অফিসিয়াল লঞ্চের আগেই ফাঁস হল Asus Zenfone 10 স্মার্টফোনের রেন্ডার

আসন্ন আসুস জেনফোন ১০ স্মার্টফোনের রেন্ডার ফাঁসের নেপথ্যে আছেন জনপ্রিয় লিকস্টার ইভান ব্লাস। তার শেয়ার করা রেন্ডার অনুসারে, আলোচ্য মডেলটি মোট পাঁচটি কালার বিকল্পের সাথে আসবে, যথা – ব্ল্যাক, রেড, ব্লু, হোয়াইট এবং গ্রীন। জানিয়ে রাখি, পূর্বসূরি জেনফোন ৯ (Zenfone 9) কিন্তু গ্রীন কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ ছিল না।

রেন্ডারগুলি হ্যান্ডসেটটির সম্ভাব্য ডিজাইনের আভাসও আমাদের দিয়েছে। যেমন সদ্য ফাঁস হওয়া ছবিতে, উক্ত স্মার্টফোনের পেছনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ দেখা গেছে। আবার ডিভাইসটির ডিসপ্লের উপরি বাম কোণে পাঞ্চ-হোল কাটআউট লক্ষণীয়, যাতে সেলফি ক্যামেরা অবস্থান করবে। আবার ফোনের ডানদিকে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার।

Asus Zenfone 10 স্মার্টফোনের বেশ কয়েকটি স্পেসিফিকেশনও নিশ্চিত করা হয়েছে। যেমন এতে – ৫.৯ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে, এটি AMOLED প্যানেল হবে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। সংস্থাটি স্বয়ং জানিয়েছে যে, তাদের এই হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকছে। আবার স্টোরেজ হিসাবে এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি রম অফার করবে হয়তো। আলোচ্য ফোনের পেছনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা অবস্থান করবে, যা সম্ভবত OIS-এনাবল হবে। বাদবাকি সহায়ক ক্যামেরাগুলির রেজোলিউশন এখনো অজানা। আবার হ্যান্ডসেটটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং সার্টিফায়েড হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত পূর্ববর্তী লিক অনুসারে, আপকামিং আসুস ডিভাইসের দাম ৭৪৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৬২,০০০ টাকা) থেকে শুরু হতে পারে। এই বিক্রয় মূল্য Zenfone 10 ফোনটির ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের জন্য বরাদ্দ থাকবে হয়তো।

Asus Zenfone 10 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

হালফিলে আসুস জেনফোন ১০ স্মার্টফোনকে কেন্দ্র করে একাধিক তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে আলোচ্য ডিভাইসে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৫.৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকবে হয়তো। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন সহ আসবে। আবার পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম -এর অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট এবং অ্যাড্রেন নেক্সট-জেনার জিপিইউ ব্যবহার করা হবে। ডিভাইসটি ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক সংস্থার নিজেস্ব কাস্টম স্কিন আসুস জেনইউআই ১০ (ASUS ZenUI 10) দ্বারা চালিত হবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এতে দুর্দান্ত সাউন্ড সরবরাহের জন্য স্টেরিও স্পিকার সিস্টেম এবং সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে অন্তর্ভুক্ত থাকবে – ৫জি SA/NSA, ডুয়াল 4G VoLTE, ওয়াই-ফাই ৮০২.১১ ৬ই, ব্লুটুথ ভি৫.৩, GPS, QZSS, NavIC, NFC, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৪ মিমি অডিও জ্যাক৷ এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Asus Zenfone 10 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে।