সাধারণ শোরুমে পাবেন না, প্রিমিয়াম বাইকের জন্য নতুন স্টোর উদ্বোধন করল Honda

সম্প্রতি হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) নতুন দিল্লিতে তাদের নতুন বিগউইং (BigWing) ডিলারশিপ উদ্বোধন করেছে। সাধারণ শোরুমে যে সমস্ত মডেল পাওয়া যায় না, সেই ৩০০ সিসি থেকে দামী সুপারস্পোর্টস বাইক বিগউইং ডিলারশিপ চেনের মাধ্যমে বিক্রি করে হোন্ডা। দিল্লিতে নতুন স্টোরটি লাজপত নগরে অবস্থিত। একইসাথে জাপানি টু-হুইলার সংস্থাটি ওখলা, ফেজ ওয়ানে একটি নতুন ওয়ার্কশপ খুলেছে।

এই মুহূর্তে হোন্ডা বিগউইং এক ডজন হাই-ক্লাস মোটরসাইকেল বিক্রি করে‌। তার মধ্যে রয়েছে CB300F, CB300R, H’ness CB350, এবং তার Anniversary স্পেশ্যাল এডিশন, CB350RS, CB650R, CB500X, CBR650R CBR1000RR-R Fireblade, CBR1000RR-R Fireblade SP, Africa Twin অ্যাডভেঞ্চার, এবং ফ্ল্যাগশিপ Gold Twin ট্যুরার।

দিল্লির স্টোরটি ধরে এখন ভারতে একশোর বেশি বিগউইং টাচপয়েন্ট থেকে হোন্ডার প্রিমিয়াম বাইক কিনতে পারবেন ক্রেতারা। উদ্বোধনে গিয়ে এইচএমএসআই এর ম্যানেজিং ডিরেক্টর এবং প্রেসিডেন্ট আতুসুশি ওগাতা বলেন, আমরা নতুন দিল্লির লাজপত নগরে বিগউইং শোরুম উদ্বোধন করে আনন্দিত। হোন্ডার বিগউইং ডিলারশিপের উপস্থিতি দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রাখছি আমরা।”

তিনি আরও বলেন, নতুন প্রিমিয়াম আউটলেটের মাধ্যমে আমরা হোন্ডার আকর্ষণীয় মডেলগুলিতে দিল্লিবাসীর আরও নিকটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। তাদেরকে আমরা মিড-সাইজ প্রিমিয়াম মোটরসাইকেলের দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাব।