Suzuki: 5,000 টাকা ছাড়, 6,999 টাকার ফ্রি জ্যাকেট, বাইক-স্কুটারে পুরো অফারের বন্যা

এ কথা একদমই সত্যিই যে, পুজোর সময় নতুন গাড়ি কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ! কারণ এই সময় বিভিন্ন সংস্থা দরাজ হস্তে ডিসকাউন্ট সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এবার যেমন সুজুকি মোটরসাইকেলস ইন্ডিয়া (Suzuki Motorcycles India) তাদের টু-হুইলার মডেলগুলির উপর ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং দামের ১০০% লোন অফার করছে। এখানেই শেষ নয়, সংস্থার মোটরসাইকেল কিনলে ৬,৯৯৯ টাকার দামের রাইডিং জ্যাকেট এবং ৭,০০০ টাকা পর্যন্ত ইন্সুরেন্স বেনিফিট মিলবে।

Suzuki-র বাইক ও স্কুটারে ফেস্টিভ ডিসকাউন্ট

সুজুকির টু-হুইলার কেনার পরিকল্পনা থাকলে দেরি না করে এখনই শোরুমে যান। কারণ এই দুর্দান্ত অফারটি ৩১ অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে। তাই হাতে সময় খুবই কম। সুজুকি বর্তমানে ভারতে বিভিন্ন মোটরসাইকেল ও স্কুটার ছাড়াও বড় প্রিমিয়াম বাইক বিক্রি করে। তাদের স্কুটার পোর্টফোলিওতে রয়েছে Avenis, Access 125 ও Burgman Street EX। মোটরসাইকেলের লাইনাপে বর্তমান – V-Strom SX, Gixxer SF 250, Gixxer 250, Gixxer SF ও Gixxer।

Katana, Hayabusa ও V-Strom 650XT – এই তিনটি বিগ-বাইক ভারতে বেচে সুজুকি। এদিকে সুজুকি বর্তমানে তাদের বিগ বাইকের লাইন আপ সম্প্রসারণের কাজ চালাচ্ছে। সম্প্রতি এদেশের রাস্তায় V-Strom 800DE-এর টেস্টিং চালাতে দেখা গিয়েছে। শীঘ্রই এটি এদেশে লঞ্চ করা হবে বলেই অনুমান।

V-Strom 800DE অ্যাডভেঞ্চার বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি ৭৭৬ সিসি, লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে ৮,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮৩ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। টর্কের তথ্য এখনও জানা যায়নি। ৬-স্পিড গিয়ার যুক্ত মডেলটি ১ লিটার পেট্রোলে ২২.৭ কিলোমিটার পথ ছুটবে।

Suzuki V-Strom 800DE-তে ফিচার হিসেবে দেওয়া হয়েছে রাইড-বাই-ওয়্যার, ফুয়েল ইনজেকশন, বাই ডিরেকশনাল কুইক শিফ্ট সিস্টেম, সুজুকি ইজি স্টার্ট সিস্টেম, লো আরপিএম অ্যাসিস্ট এবং থ্রি অ্যাডজাস্টেবল পজিশন সহ উইন্ড শিল্ড। এছাড়া রয়েছে ইউএসবি সকেট আন্ডার প্রোটেক্টর, নাকেল কভার, ট্রাকশন কন্ট্রোল, ৫-ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি।