ম্যাগি বানাতে বানাতেই ব্যাটারি ফুল চার্জ! তাক লাগাবে iQOO 11S এর যুগান্তকারী ফিচার

আইকো প্রথম কোম্পানি, যারা দেশে Qualcomm এর নয়া Snapdragon 8 Gen 2 প্রসেসর দিয়ে অত্যাধুনিক iQOO 11 লঞ্চ করেছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি গত জানুয়ারি মাসে এদেশে লঞ্চ হয়েছিল এবং বাজারে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। আবার সম্প্রতি এক টিপস্টার দাবি করেছিলেন যে, সংস্থা iQOO 11S নামে একটি নয়া মডেলের উপর কাজ করছে। যার মডেল নম্বর, লঞ্চ টাইমলাইন এবং কিছু বৈশিষ্ট্যও তখন প্রকাশ্যে এসেছিল। লঞ্চের আগে এবার iQOO 11S এর আরও স্পেসিফিকেশন সামনে এসেছে। আসুন সেগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল iQOO 11S-এর প্রধান স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, নতুন আইকো ১১এস-এর চার্জিং এবং পারফরম্যান্সে বিদ্যমান স্ট্যান্ডার্ড আইকো ১১-এর তুলনায় আপগ্রেড দেখা যাবে। আইকো স্মার্টফোনটিকে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের হাই-কোর ফ্রিকোয়েন্সি সংস্করণ বা ওভারক্লকড সংস্করণের সাথে বাজারে আনতে চলেছে, যা ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত হতে পারে। এই চিপটি স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজে থাকা প্রসেসরটির সাথে সাদৃশ্যপূর্ণ হবে।

যদিও, হ্যান্ডসেটটির ব্যাটারির ক্ষমতা অজানা, তবে আইকো ১১এস ২০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলে দাবি করা হয়েছে। যা একটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি তিন মিনিটের মধ্যে অর্ধেক চার্জ করে দেয় এবং ফুল চার্জ করতে অতিরিক্ত পাঁচ মিনিট টাইম নেয়। অর্থাৎ ম্যাগি রান্নাতে বসিয়ে ফিরে এসে দেখা যাবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গিয়েছে।

আইকো এই মডেলেও সম্ভবত বেস ভ্যারিয়েন্টের মতো ২কে (2K) রেজোলিউশনের সামসাং এ৬ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন ব্যবহার করবে। যা ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করতে পারে। এছাড়াও, ১১এস-এ ভিভো ভি২ আইএসপি (ISP) ইমেজিং সিস্টেমের সাথে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেমনটা স্ট্যান্ডার্ড মডেলেও দেখা যায়।

আসন্ন iQOO 11S লঞ্চের বিষয়ে ব্র্যান্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, এই স্মার্টফোনটি শুধু চীনে উপলব্ধ হবে। যদিও সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, আইকো ডিভাইসটিকে বিশ্বের হাতেগোনা কিছু দেশেও লঞ্চ করতে পারে। আরও প্রকাশ করা হয়েছে যে, এটি V2304A মডেল নম্বরটি বহন করবে। iQOO 11S সম্ভবত এবছরের তৃতীয় ত্রৈমাসিকে চীনের বাজারে পা রাখবে।

এছাড়া, বিশ্ববাজারে আগামী জুন থেকে আগস্টের মধ্যে iQOO 11 সিরিজের পরবর্তী মডেলটি লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কোম্পানি দুটি র‍্যাম এবং স্টোরেজ বিকল্প সহ স্মার্টফোনটিকে বাজারে আনবে। বেস ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম সহ ২৫৬ জিবি স্টোরেজ মিলবে এবং এর উচ্চতর সংস্করণে ১২ জিবি র‍্যামের সাথে ৫১২ জিবি স্টোরেজ থাকবে। এতে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.০ স্টোরেজ ব্যবহার করা হবে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড iQOO 11-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর রয়েছে। ফোনটি সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে। সামনে 2K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড প্যানেল রয়েছে। ফটোগ্রাফির জন্য, iQOO 11-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।